বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

জার্মানিতে ফ্রেডরিখ ইবার্ট স্কলারশিপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়তে যাওয়ার জন্য অন্যতম গন্তব্য জার্মানি। দেশটিতে কয়েকটি বৃত্তি নিয়ে পড়তে যাওয়া যায়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য দেশটি ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তির ঘোষণা দিয়েছে। যোগ্যাতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। জার্মানি পিএইচডি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়।

শিক্ষাবৃত্তিটি জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনটি এ বৃত্তির ঘোষণা দিয়েছে। বিশ্বের ১০০টির অধিক দেশে এ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয়। ফাউন্ডেশনের সদর দপ্তর জার্মানির বন ও বার্লিনে।

জার্মানির পুরোনো এই ফাউন্ডেশন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট/ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে শতভাগ বৃত্তি প্রদান করে। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হয়ে উঠবেন। বিদেশি শিক্ষার্থীরা ১৯৭১ সাল থেকে পেয়ে আসছেন ইউরোপের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি।

Do you want to study in Germany? Opportunities circle is here with Friedrich Ebert Stiftung Scholarship in Germany for the academic year 2023! The Friedrich Ebert Foundation is a German political party foundation affiliated with the Social Democratic Party of Germany. It has offices and projects in over 100 countries and is headquartered in Bonn and Berlin. Friedrich Ebert Foundation Scholarship in Germany is an opportunity for international students from Asia, Latin America and Africa.

Germany’s oldest organization is dedicated to promoting democracy, political education, and supporting students with exceptional intellectual and personality characteristics. The fully-funded scholarships are offered for students from developing countries to pursue postgraduate/doctoral studies in Germany. European scholarship will students to become proficient in relevant fields and become competent through this comprehensive scholarship program.

International students have been able to earn awards and funding through solidarity funding since 1971. People targeted on political, racial, or religious grounds get priority for these awards. Funds from current and former grantees entirely support this program. Over 1,000 students have benefited from the program. Friedrich Ebert Stiftung Scholarship in Europe selects talented and academically outstanding students from eligible countries to support them in their future careers. 15 scholarships are available for international students to pursue doctoral studies in Germany.

PhD scholarships in Germany offer many benefits for students. With world-class academic programs and a diverse culture, Germany is an attractive destination for students seeking high-quality education. Germany’s strong economy provides career opportunities and networking prospects in fields like engineering and technology. However, students must return to their home countries after completing their studies in Germany. Furthermore, German universities and institutes offer high-quality education. They are renowned for their academic rigor, research facilities, and strong emphasis on practical experience. Moreover, German universities collaborate with leading industries, allowing students to gain hands-on experience and make valuable connections in their fields of interest.

Outstanding and talented international students from global South Asia, Africa, Soviet Republics, South-Eastern European countries and Latin America can apply. The aptitudes and personalities of the students must show great potential for academic or professional careers. They must also demonstrate a commitment to social and democratic values. Therefore, do not miss this opportunity to study in Germany and apply for the Friedrich Ebert Stiftung Scholarship Program. This article contains detailed information about criteria, requirements and benefits, so read it to the end.

Country: Germany

Financial coverage: Fully Funded

Eligible Regions: global south Asia, Africa, Soviet Republics, South-Eastern European countries and Latin America

Benefits :

All set to start the application to apply for the scholarship in Germany? Wait! You must check what are the benefits of the Friedrich Ebert Stiftung Scholarship for international students 2024/25. Opportunities Circle has listed the benefits below.

Friedrich Ebert Stiftung Scholarship Benefits:

  • 1,200 EUR will be given every month to international students.
  • There is no tuition fee.
  • Furthermore, the foundation will provide health insurance.
  • Opportunity to study in Germany for free and explore German culture.
  • Comprehensive seminar programme.
  • Opportunity to participate in symposia.

Application Process:

  • The process for the Friedrich Ebert Stiftung Scholarship program is online.
  • The application must be in the German language.
  • While students wait for the response, preparing and gathering the documents together is recommended.
  • The selection team member will request further documents if the applicant is shortlisted. After the request, students will have three weeks to submit the documents.
  • Two interviews will be conducted if selected, one with a liaison professor and the second with the selection committee.
  • The selection committee will make the final scholarship and admission decision.
  • The deadline varies according to the program.
  • Therefore, check the deadlines before starting the application.

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় দক্ষ হতে হবে;
  • সব বিষয়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
  • এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত–পরবর্তী প্রজাতন্ত্রগুলোর এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে;
  • অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যেই আসতে হবে।

এ বৃত্তির সুযোগ-সুবিধা

  • বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো দেওয়া হবে;
  • কোনো টিউশন ফি দিতে হবে না;
  • ফাউন্ডেশন থেকে স্বাস্থ্যবিমা মিলবে;
  • জার্মানিতে বিনা অর্থে অধ্যয়ন ও জার্মান সংস্কৃতি বিকাশে গবেষণা করার সুযোগ
  • বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে;

আবেদন যেভাবে

  • ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির আবেদন অনলাইনে করতে হবে;
  • আবেদন অবশ্যই জার্মান ভাষায় করতে হবে;
  • নির্বাচক কমিটি ভর্তি ও বৃত্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

প্রতিবছর ১৫ জন বিদেশি শিক্ষার্থীকে ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির জন্য মনোনীত করা হয়। এ বৃত্তির জন্য ক্লিক করুন এখানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com