শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

জার্মান টিকটকার নোয়েল বাংলাদেশে যা করছেন

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

তার দেশ সুদূর জার্মান। তার পুরো নাম নোয়েল রবিনসন। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে তিনি ‘নোয়েলগোজক্রেজি’ নামে পরিচিত। জনপ্রিয়ও বেশ।

সেই নোয়েল রবিনসন এসেছেন বাংলাদেশে। ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে ভিডিও করছেন। সেসব পোস্ট করছেন নিজের সামাজিক মাধ্যমের প্রফাইল ও পেজে। অবশ্য এটা নতুন নয়, এর আগে এই টিকটকার ও নৃত্যশিল্পীকে তাকে কখনো মরুর বুকে, কখনো-বা ফুটবল মাঠে, আবার কখনো চীনের প্রাচীরে পায়ের কারিকুরি দেখাতে দেখা যায়।

তার এই পায়ের জাদুতে তিনি মুগ্ধ করেছেন নেটিজেনদের। সম্প্রতি বাংলাদেশের রাস্তায় দেখা গেল জার্মান এই জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসনকে।

ঢাকার রাস্তায় নোয়েলকে হঠাৎ দেখে তরুণরা অবাকও হয়েছেন। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কখনো শাকিব খানের উরাধুরা গান কিংবা বাংলাদেশের নানা গানে তাকে ভিডিও নির্মাণ করতে দেখা যাচ্ছেন।

ইতোমধ্যে ঢাকার রাস্তায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও ক্লিপ নোয়েল তার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফরমে আপলোড করেছেন।

তার এসব ভিডিওর সঙ্গে দেখা গেছে দেশের জনপ্রিয় নৃত্যুশিল্পী হৃদি শেখ। তার সঙ্গে গুলশানের রাস্তায় নেচেছেন মাস্টার ডি, প্রতীক হাসান ও মামজি স্ট্রেনজারের ‘প্রেমে দিওয়ানা’ গানের তালে তালেও নেচেছেন নোয়েল। এ ছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে। তরুণ এই টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা বিস্ময় করার মতো।

ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৫ লাখের বেশি, ইউটিউবে ১ কোটি ৭৮ লাখের বেশি এবং ফেসবুকে এই নৃত্যশিল্পীর অনুসারী ১৪ লাখের বেশি।

হৃদি শেখ জানান, নোয়েল বেশ কয়েক দিন হলো ঢাকায় এসেছেন। আরো দুদিন থাকবেন। এই সময় আরো ভিডিও বানানোর পরিকল্পনা আছে তার।

অবশ্য, টিকটক, ইনস্টাগ্রামে যারা নোয়েলের অনুসারী এবং ইউটিউবে সাবস্ক্রাইবার হিসেবে আছেন, তারা নোয়েলের দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ভিডিওর সঙ্গে পরিচিত। বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে নোয়েলকে তার সিগনেচার নাচের মুদ্রায় দেখা যায়। মূলত নিজের কনটেন্ট তৈরি করতেই বিশ্বভ্রমণে বের হয়ে থাকেন তিনি। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে তার ঘুরতে আসা।

নোয়েলের পোস্ট করা কোনো ভিডিওতে দেখা গেছে, সেই সিগনেচার নৃত্য নিয়ে সবখানে হাজির হয়েছেন। কখনো তিনি নেচেছেন পথচারী, দোকানদার, কখনোবা পুলিশের সঙ্গেই। এমনকি নেচেছেন ‘তুফান’ সিনেমার লাগে ‘উরাধুরা’ গানেও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ করে নোয়েলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশি গায়িকা জেফার। পাশাপাশি মজা করে লিখেছেন, ‘চুল নিয়ে মাথা ঘামাচ্ছেন চুলপ্রেমীরা!’ সঙ্গে জুড়ে দিয়েছেন মিষ্টি হাসির একটি ইমোজি।

হৃদি শেখ তার ফেসবুকে দুজনের স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, নাচ যখন সেতুবন্ধ তৈরি করে, তখন জাদুকরী কিছুই ঘটে। নোয়েল, আপনার সঙ্গে বাংলাদেশের আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটি ছিল দারুণ। চলুন, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com