বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

জাপানের স্টুডেন্টস ভিসা

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

যেকোন বাংলাদেশী পাসপোর্টধারী জাপানের কোন শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার পেলে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে এবং তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করে জমা দিলে ভিসা প্রসেসিং শুরু হবে।

ভিসার আবেদনের জন্য যে কাগজপত্র গুলো লাগবে

  • বৈধ পাসপোর্ট (ন্যূনতম ৬ মাসমেয়াদআছেএমন)
  • পুরাতন পাসপোর্ট (যদি থাকে)
  • দুই কপি ছবি, সাইজ ৩.৫×৪.৫ (ছবি বিগত ৬ মাসের ভেতর তোলা এরকম হতে ল্যাব প্রিন্ট হবে)
  • জাপানে অধ্যয়ন করতে যাওয়ার কারন সমূহ বর্ণনা করে একটি কভারলেটার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত
  • জাপানের যে প্রতিষ্ঠানে পড়তে যাবেন তার Letter of Acceptance
  • জাপানের বিচারমন্ত্রণালয় থেকে ইস্যুকৃত Certificate of Eligibility
  • মূল একাডেমীক সার্টিফিকেট
  • ভিসা প্রার্থিরআর্থিকসচ্ছলতার সনদ

সঠিক ভাবে পূরণ কৃতফর্মটিপ্রতিকার্য দিবসে সকাল ৯ টা থেকে ১১.৩০ টার মধ্যে জমা দিতে হবে।

সাক্ষাৎকারপর্ব

  • দূতাবাস থেকে প্রদানকৃত রশিদে যে তারিখ উল্লেখ থাকবে সেদিন সকাল ৯:৩০ থেকে ১১:৩০ এর মধ্যে আপনার সাক্ষাৎকার নেয়া হবে।
  • যদি নির্দিষ্ট দিনে আপনি কোন কারনে দূতাবাসে পৌছাতে অসমর্থ হন তবে পরবর্তী যেকোন কর্মদিবসে আপনি আসতে পারেন।
  • প্রয়োজনীয় সব ডকুমেন্ট সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে। অন্যাথায় সাক্ষাৎকার নেয়া হবেনা।

ভিসাপ্রদান

  • পরবর্তী কর্মদিবসেসাধারণভিসাপ্রদানকরাহয়।
  • কোন কোন ক্ষেত্রে আপনাকে আরো কিছু কাগজপত্রসহ পুনরায় সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে।
  • অ্যাম্বেসী বরাবর প্রদানকৃত ডকুমেন্ট ছাড়া অন্যসব ডকুমেন্ট আপনাকে পাসপোর্টের সাথে ফেরত দেয়া হবে।

ভিসা ফি

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা আবেদন করতে কোন প্রকার ফি প্রয়োজন হয় না।

ভিসা সংক্রান্ত পরিষেবার সময়সূচী

ভিসাআবেদনফর্মেরবন্টন

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা

রবিবার থেকে বৃহস্পতিবার

ভিসা আবেদন পত্র জমা

সকাল ৯ টা থেকে সকাল ১১.৩০ টা

রবিবার থেকে বৃহস্পতিবার

ভিসাআবেদনকারীদেরজন্যগেটবন্ধ

সকাল ১১.২০

রবিবার থেকে বৃহস্পতিবার

ভিসাআবেদনকারীরসাক্ষাৎকার

সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা

সাধারণত যে দিন কাগজপত্র জমা দেওয়া হয় ঐ দিন

ভিসাপাসপোর্টডেলিভারি

দুপুর ২.৩০ থেকে বিকাল ৩.৩০

সাধারণত সপ্তাহের সাত দিনই, সাক্ষাৎকারের পর

ঠিকানা

Embassy of Japan Consular & Visa Section

Plot No.  5 & 7, Dutabash Road, Baridhara, Dhaka

Phone: (02)-984-0010

Fax: (02)-984-1591

Web: http://www.bd.emb-japan.go.jp

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com