বাংলাদেশের প্রথম শ্রেণির কর্মকর্তাদের পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বৃত্তি প্রদান করবে জাপান। জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপের (জেডিএস) অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য দেওয়া হবে এ বৃত্তি। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এ স্কলারশিপের বিস্তারিত বিবরণ
• ডিগ্রি: জাপানের বিশ্ববিদ্যালয়ে দুই বছরের মাস্টার্স ডিগ্রি
• ভাষা: ইংরেজিতে চলবে পড়াশোনার কার্যক্রম
জাপানে বৃত্তির সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফিসহ;
*থাকা–খাওয়ার ব্যয় বহন;
*যাতায়াতের জন্য বিমান টিকিট;
*গবেষণার জন্য অর্থ:
*জীবনযাপনের ব্যয়ের জন্য অর্থ;
*এ ছাড়া স্কলারশিপে জেডিএসের অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।
জাপানের বৃত্তির আবেদনের যোগ্যতা কী কী—
• ইংরেজি ভাষায় কথা বলতে এবং লিখতে পারদর্শী বাংলাদেশি নাগরিক হতে হবে;
• ১ এপ্রিল ২০২৫–এ বয়স ৪৫ হতে হবে;
• আবেদনের সময় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
• স্নাতকসহ ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। (কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি পাওয়া যাবে না এবং কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণিতে পাস করতে হবে।)
আগামী ৩১ অক্টোবর ১৭:০০টা পর্যন্ত (আন্তর্জাতিক সময়) আবেদন করতে পারবেন আগ্রহীরা। ৩১ অক্টোবরের মধ্যে জেআইসিই জেডিএস প্রজেক্ট ইন বাংলাদেশে আবেদন পাঠাতে হবে।
এল-২৬১ দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা–১২১৫ ঠিকানায় পাঠাতে হবে আবেদন।