1. [email protected] : চলো যাই : cholojaai.net
জানলে অবাক হবেন বছরে বিরাট কোহলির আয় কত?
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
Uncategorized

জানলে অবাক হবেন বছরে বিরাট কোহলির আয় কত?

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। খেলার মাঠে তার পদার্পণ সর্বত্রই। বর্তমানে ভারতীয় টিমের অধিনায়ক হিসেবে যুক্ত আছেন। বিশ্বের সেরা ১০ জন খেলোয়াড়ের মধ্যে ও তার নাম রয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এ+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি। পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই এর ৭ কোটি টাকার বার্ষিক চুক্তিতে আবদ্ধ রয়েছেন বিরাট কোহলি। তার বার্ষিক আয় শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। জেনে নেওয়া যাক তার মোট সম্পত্তির পরিমাণ

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাথে সাত কোটি টাকার বার্ষিক চুক্তিতে রয়েছেন। এই চুক্তিতে যুক্ত নেই তার টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচের ফি বাবদ টাকা। তিনি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলে থাকেন। এজন্য তিনি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সাথে বার্ষিক ১৭ কোটি টাকার চুক্তিতে আবদ্ধ রয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রায় ১৭৮.৭৭ কোটি টাকা বার্ষিক উপার্জন করে থাকেন।

বিরাট কোহলির বাড়ি এবং গাড়ি কালেকশন: পৃথিবীর অন্যতম সেরা ধনী ক্রিকেটার বিরাট কোহলির বাড়ি এবং গাড়ির শখের কথা সবারই জানা। বিরাট কোহলির মুম্বাই এ ৭০০০ স্কয়ার ফিটের একটি ফ্লাট রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩৪ কোটি টাকা। এছাড়া তার একটি ৩৪ কোটি টাকা মূল্যের বাংলো রয়েছে। বিরাট কোহলির সঙ্গে আছে নামিদামি কোম্পানির গাড়ি। তার সংগ্রহে আছে R8 vio plus, R8lmx, Audi RS5, Audi Q8 এর মত গাড়ি। বিরাট কোহলির সমস্ত বিলাসিতা বাবদ খরচ বাদ দিয়ে বার্ষিক আয় ১৩০ কোটি টাকা। তার মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় টাকায় প্রায় ৯৮০ কোটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com