শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

জাইকা নেবে বাংলাদেশি কর্মী, বেতন বছরে সর্বোচ্চ ২৪ লাখ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে জেনারেল অ্যাফেয়ার্স বিভাগে ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার/ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি/ কুরিয়ার বা ডাকযোগে সিভি পাঠাতে হবে।

  • পদের নাম: ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার/ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানে প্রকিওরমেন্ট/ অ্যাকাউন্টিং ক্ষেত্রে পাঁচ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৯ বছর
    চাকরির ধরন: ফুল টাইম
    কর্মস্থল: ঢাকা
    বেতন: বছরে বেতন ১৯,০০,০০০ থেকে ২৪,৪০,০০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ (৪০০ শব্দের মধ্যে) সিভি সরাসরি/ কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। সিভির সঙ্গে শিক্ষগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদ ও কম্পিউটার দক্ষতার সনদ সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

সিভি পাঠানোর ঠিকানা: জাইকা বাংলাদেশ অফিস, চতুর্থ তলা, বে’স গ্যালারিয়া, ৫৭ গুলশান অ্যাভিনিউ (সিডব্লিউএস–এ১৯), গুলশান–১, ঢাকা–১২১২।

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com