২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কুয়েতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ লাখ (৪৯,৮৭,৮২৬)। এর মধ্যে কুয়েতি নাগরিক আছেন ১৫ লাখ ৬৭ হাজার ৯৮৩ জন, অর্থাৎ মোট জনসংখ্যার ৩১%। বাকিরা সবাই বিদেশি বা প্রবাসী – সংখ্যায় প্রায় ৩৪ লাখ ১৯ হাজার ৮৪৩ জন।
পুরুষ ও নারীদের হিসাবে দেখা যায়, কুয়েতি পুরুষ আছেন ৭ লাখ ৭৩ হাজার, আর কুয়েতি নারী ৭ লাখ ৯৫ হাজারের মতো। প্রবাসীদের মধ্যে পুরুষ সংখ্যা বেশি – প্রায় ২২ লাখ ৬০ হাজার, আর নারী প্রায় ১১ লাখ ৬০ হাজার।
দৈনিক আল-সেয়াসা র প্রতিবেদন অনুসারে, চাকরির দিক থেকে, সরকারি দপ্তরে কাজ করা ৭৮% মানুষ কুয়েতি এবং মাত্র ২২% প্রবাসী। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে উল্টো – সেখানে ৯৬% প্রবাসী এবং মাত্র ৪% কুয়েতি কাজ করেন।
মোট প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ২৫ লাখ ৬০ হাজার, আর কুয়েতি কর্মী আছেন ৫ লাখ ৪০ হাজার। গৃহকর্মীর সংখ্যা প্রায় ৭ লাখ ৮১ হাজার।
পরিসংখ্যানে দেখা গেছে, কুয়েতি পরিবারে গড়ে ৭ জন সদস্য থাকে, যেখানে প্রবাসী পরিবারে গড়ে মাত্র ২ জন সদস্য।
জন্মহারের দিক থেকেও পার্থক্য রয়েছে – প্রতি হাজার জনে কুয়েতিদের জন্মহার ২১ জন, প্রবাসীদের ক্ষেত্রে ৪ জন।
প্রবাসী নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন ভারতীয়রা। এরপর রয়েছে মিশরীয়, বাংলাদেশি, ফিলিপিনো, সিরিয়ান, শ্রীলঙ্কান, সৌদি, নেপালি, পাকিস্তানি ও জর্ডানীয়রা।