শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

জনসংখ্যার পরিসংখ্যানে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় শহরের তকমা হারালো সিডনি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

জনসংখ্যার পরিসংখ্যানে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় শহরের তকমা এতদিন ছিল সিডনির ওপর। কিন্তু সীমানা নতুন করে নির্ধারণের পর সে অবস্থান হারালো শহরটি। এক্ষেত্রে এক নম্বরে উঠে এসেছে মেলবোর্ন। একশ বছরেরও বেশি সময় পর দেশটির পরিসংখ্যানে এমন পরবির্তন সামনে এল।

সবশেষ হিসাবে দেখা গেছে, মেলবোর্নের জনসংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৫ হাজার ৪০০ জন, যা সিডনির চেয়ে বেশি। কিন্তু এই পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শহরগুলোকে বিবেচনায় নিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো।

২০২১ সাল পর্যন্ত আদমশুমারির তথ্য অনুযায়ী, মেলবোর্নের তুলনায় সিডনির গুরুত্বপূর্ণ এলাকায় জনসংখ্যা বেশি ছিল। তবে সম্প্রতি মেলবর্নের সঙ্গে মেল্টন যুক্ত হয়েছে। এতে সেখানের জনসংখ্যা বেড়ে গেছে।

পরিসংখ্যান ব্যুরো আরও জানিয়েছে, যারা নিয়মিত সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত, কেনাকাটা করে বা শহরের মধ্যে কাজ করে, কিন্তু এর আশেপাশের ছোট শহর ও গ্রামীণ এলাকায় বসবাস করে তাদের এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে পুরো অঞ্চল বিবেচনায় সিডনির জনসংখ্যা এখনো বেশি। ফেডারেল সরকার পূর্বাভাসে জানিয়েছে, গ্রেটার মেলবোর্ন ২০৩১-২০৩২ সালে গ্রেটার সিডনিকে ছাড়িয়ে যাবে।

সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্সের রাজধানী। শহরটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জ্যাকসন বন্দরকে ঘিরে অবস্থিত। শহরটি স্থলভাগের অভ্যন্তরে পশ্চিমের ব্লু পর্বতমালার দিকে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com