1. [email protected] : চলো যাই : cholojaai.net
ছবির মতো সাজানো সিকিমের একটি গ্রাম ভাসিয়ে নিয়েছে তিস্তা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ছবির মতো সাজানো সিকিমের একটি গ্রাম ভাসিয়ে নিয়েছে তিস্তা

  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকার একটি ছবি সামনে আসছে। তাতে দেখা যায়, চারদিকে কেবল কাদামাটির স্তূপ। ছবির মতো সাজানো পাহাড়ি এই এলাকা সম্পূর্ণ ভেসে গিয়েছে। কোথায় রাস্তা ছিল। আর কোথায় বাড়িঘর ছবি দেখলে এখন বোঝাও সম্ভব নয়। যত দূর চোখ যায়, চারদিকে শুধুই কাদামাটি।

ছবিতে আরও দেখা যায়, নদীর পানির সঙ্গে ভেসে চলেছে অসংখ্য কাঠ। কাঠের বাড়িঘর ভেঙে টুকরা হয়েছে পানির তোড়ে। সেইসব বাড়ির অংশ, ছাদের অংশ, আসবাবপত্র সব ভেসে আসছে। আবার কোথাও কাদামাটির উপরেই স্তূপ হয়ে জমে আছে। কোথাও পরিস্থিতি আবার সম্পূর্ণ অন্যরকম।

গোটা গ্রামের কিছু অংশ যেন মাটির নীচে চলে গিয়েছে। বাড়িঘরসহ পুরো এলাকা যেন মাটির নিচে চলে গিয়েছে। সেনাবাহিনীর গাড়িও মাটির নিচে আটকে রয়েছে।

এদিকে পানি জমে থাকার কারণে উত্তর সিকিম এলাকার মাটি আলগা হতে শুরু করেছে। বহু জায়গাতেই ধস নামছে। গতকাল বৃহস্পতিবারও একাধিক জায়গায় ধস নামার কথা শোনা গিয়েছে। উত্তর সিকিম এলাকার ২৯ মাইল দীর্ঘ এলাকা এই ধসের কবলে রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বন্যায় আটকেপড়া বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। নিখোঁজের সংখ্যাও অনেক বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com