দরজা দিয়ে কালেনিপঞ্জি খাসিয়া পল্লীতে ঢোকার পর সম্পূর্ণ এক ভিন্নজগৎ। পাহাড়ের গায়ে গায়ে খাসিয়াদের বাড়িগুলো যেন ছবির মত সাজানো । স্বভাবগতভাবে খাসিয়ারা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন । উঠোনে, রাস্তায় কোথাও এতটুকু ময়লা নেই। খাসিয়াদের রান্নাঘর ঝকঝকে, তকতকে । থালা-বাসন, হাড়ি দেখলে মনে হয় যেন এইমাত্র দোকান থেকে নতুন কিনে আনা হয়েছে।
আমাদের গাইড ছিল খাসিয়া মেয়ে রোজিনা টংপের। কলেজে পড়ার পাশাপাশি রোজিনা গাইডের কাজ করে । ও-ই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো এই পল্লী । উঁচু নিচু দুর্গমপথে পাহাড়ি ঝরনা, জুম চাষ, অনেক নিচু ঝরনা থেকে পানি বহন করে আনা, কাপড় ধোয়া, গোসলের জায়গা আরও কত কী। কিছু কিছু জায়গায় বেশ কষ্ট করে ট্র্যাকিং করতে হলো । কিন্তু আমি এবং আমার দুই ছেলে প্রচন্ডরকম আনন্দ পেয়েছি।