1. [email protected] : চলো যাই : cholojaai.net
চ্যানেল ২৪-এ দর্শক মাতাচ্ছে জুলহাস কবীরের ‘ট্রাভেল অ্যারাউন্ড’
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

চ্যানেল ২৪-এ দর্শক মাতাচ্ছে জুলহাস কবীরের ‘ট্রাভেল অ্যারাউন্ড’

  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫

টেলিভিশনের পর্দায় আবারও ফিরেছে জনপ্রিয় ভ্রমণভিত্তিক অনুষ্ঠান ‘ট্রাভেল অ্যারাউন্ড’। দেশের অন্যতম শীর্ষ টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এ প্রতি শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে নিয়মিত প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন। সাংবাদিক জুলহাস কবীরের উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত এ ভ্রমণ সিরিজ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।

আগামী ১৯ জুলাই শনিবার প্রচারিত হবে অনুষ্ঠানটির ২য় সিজনের তৃতীয় পর্ব। এবারের পর্বটি নির্মিত হয়েছে মালয়েশিয়ার স্বপ্নিল পর্যটন গন্তব্য রেদাং দ্বীপ নিয়ে। দ্বীপটির ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের জন্য আকর্ষণীয় দিকগুলো তুলে ধরা হয়েছে পর্বজুড়ে। শুধু তাই নয়, কম খরচে কীভাবে রেদাং সফর করা যায়, কোথায় থাকা যায়, কীভাবে যাওয়া যায়— এসব বাস্তবভিত্তিক তথ্য থাকছে এ পর্বে।

উপস্থাপক জুলহাস কবীর জানান, এই পর্বে রেদাং দ্বীপের সৌন্দর্য, স্বচ্ছ নীল জলরাশি, বিচের শান্ত পরিবেশ ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে চেয়েছি। এটি শুধু একটি ভ্রমণ নয়, দর্শকদের জন্য একটি অভিজ্ঞতা হয়ে থাকবে।

সিজন ২-এর জন্য সম্প্রতি জুলহাস কবীর শুটিং করেছেন আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি ও ইউরোপের আরও কয়েকটি দেশে। প্রতিটি পর্বে তিনি তুলে ধরেছেন ভ্রমণ অভিজ্ঞতা, যাতায়াত, থাকা-খাওয়ার খরচ, পর্যটন গন্তব্যের পেছনের ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির চিত্র।

সিজনের প্রথম পর্বে ছিল সুইজারল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা, যেখানে আলপাইন সৌন্দর্য আর ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে দেখা যায় প্রাকৃতিক বিস্ময় নায়াগ্রা ফলস, যেখানে জলের তাণ্ডবের সৌন্দর্য আর ভিজে ওঠা হৃদয়ের গল্প তুলে ধরেন জুলহাস।

‘ট্রাভেল অ্যারাউন্ড’-এর বিশেষত্ব হলো একজন পর্যটক কীভাবে কোথাও ভ্রমণ করবেন, কী দেখবেন, কোথায় থাকবেন, কী খাবেন—এমন খুঁটিনাটি বিষয়গুলো বাস্তবভিত্তিক গাইড হিসেবে উপস্থাপন করে। এ কারণেই অনুষ্ঠানটি পর্যটনপ্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

ট্রাভেল শো নির্মাণ প্রসঙ্গে জুলহাস কবীর বলেন, ভ্রমণ আমার নেশা। তাই সাংবাদিকতার পাশাপাশি আমি এই শো’টি তৈরি করছি, যাতে দর্শকেরা ঘরে বসেই বিশ্ব ঘুরে দেখতে পারেন। আমি শুধু দৃশ্য নয়, প্রত্যেক স্থানকে জানাতে চাই, বোঝাতে চাই, তার গল্প বলতে চাই।

তার পরিকল্পনায় রয়েছে, ভবিষ্যতে আরও দেশ-বিদেশের পর্যটন গন্তব্য নিয়ে কাজ করার। বিশেষ করে, বাংলাদেশের সম্ভাবনাময় স্থানগুলোকে আন্তর্জাতিক দর্শকের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরতে চান তিনি।

উল্লেখ্য, জুলহাস কবীর ২০১০ সালে একুশে টেলিভিশন থেকে টেলিভিশন সাংবাদিকতা শুরু করেন। এরপর আরটিভিতে দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালন করেন সিনিয়র রিপোর্টার হিসেবে। শুরু থেকেই তিনি এভিয়েশন ও পর্যটন বিষয়ক সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি পরিচালনা করছেন দুটি ইউটিউব চ্যানেল ‘Travel Around’ এবং ‘Zulhas Kabir’। যেখানে নিয়মিতভাবে প্রকাশ করছেন ভ্রমণ ও এভিয়েশন সংক্রান্ত সমসাময়িক প্রতিবেদন ও তথ্যচিত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com