বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

চ্যাটজিপিটি’র বিকল্প নিয়ে এলো আলিবাবা

  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন প্রযুক্তি চ্যাটজিপিটি’র বিকল্প আনতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আলিবাবা’ বাজারে নিয়ে আসল নিজস্ব চ্যাটবট ‘টংগি কিয়ানওয়েন’। যদিও আলিবাবা টংগি কিয়ানওয়েনের কোনো ইংরেজি সংস্করণ দেয়নি।

বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, আলিবাবার ব্যবসায় চ্যাটবটিকে যুক্ত করা হবে।

সাম্প্রতিক মাসগুলোতে, বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলো তাদের নিজেদের এআই চ্যাটবট বাজারে এনেছে বা এ বিষয়ে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতে আলিবাবাও জানিয়েছিল যে, তারা চ্যাটজিপিটির সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে এমন কিছু বাজারে আনতে চায়।

আলিবাবার চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেছেন, এটি জেনারেটিভ এআই এবং ক্লাউড কম্পিউটিং দ্বারা চালিত।

সংস্থাটি বলেছে, টংগি কিয়ানওয়েন ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় কাজ করতে সক্ষম। প্রাথমিকভাবে আলিবাবার মেসেজিং অ্যাপ ‘ডিংটক’ এর সাথে একে যুক্ত করা হবে। এটি মিটিংয়ের কথোপকথন ও ইমেইল লেখা এবং ব্যবসায়িক প্রস্তাবের খসড়া তৈরিসহ বেশ কয়েকটি কাজ করতে সক্ষম।

আলিবাবা বলছে, চ্যাটবটটিকে ‘টিমল জিনি’র সাথেও যুক্ত করা হবে, যা অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস সহকারী স্মার্ট স্পিকারের মতো।

গত নভেম্বরে মাইক্রোসফটের নতুন প্রযুক্তি চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই এ ধরণের জেনারেটিভ এআই তে আগ্রহ বেড়েছে অনেক প্রতিষ্ঠানের। গুগল এর পরেই বাজারে নিয়ে আসে তাদের নিজস্ব চ্যাটবট ‘বার্ড’। সেই তালিকায় এবার যুক্ত হলো আলিবাবার নাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com