বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

চীনে পড়াশোনা করুন ১০০% স্কলারশিপ এবং স্টাইপেন্ডসহ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
যে সব প্রোগ্রামে পড়তে পারবেন-
▣ ল্যাঙ্গুয়েজ (ফুল স্কলারশিপ)
▣ ডিপ্লোমা (ফুল স্কলারশিপ)
▣ ব্যাচেলর (ফুল স্কলারশিপ স্টাইপেন্ডসহ)
▣ মাস্টার্স (স্টাইপেন্ড সহ ফুল স্কলারশিপ)
▣ ট্রেইনিং (শিক্ষানবিশ ভাতাসহ)
✅ কেন পড়বেন-
▣ সম্পূর্ণ কোর্সের টিউশন এবং হোস্টেল ফ্রি!
▣ পড়াশোনার মাধ্যম ইংরেজি।
▣ বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় থেকে র্যাংকিং এ কয়েক হাজার গুন উপরের মানের বিশ্ববিদ্যালয় এ পড়ার সুযোগ।
▣ সুবিশাল ক্যাম্পাস।
▣ সেমিস্টার ব্রেকে চাকুরী করার সুযোগ।
▣ চায়না থেকে সহজেই হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এমনকি ইউরোপের ভিজিট ভিসা পাওয়া যায়, যা দেশে থেকে পাওয়া প্রায় অসম্ভব!
▣ ফাইনাল ইয়ারে আপনি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ আপনার পছন্দসই কোন দেশে ইন্টার্নশিপ করতে পারবেন।
❐❐ দেশে যেখানে একটি তৃতীয় শ্রেণীর নামসর্বস্ব ভার্সিটিতে ৪ বছরের ব্যাচেলর কমপ্লিট করতে ৮/১০ লাখ টাকা শুধু মাত্র টিউশন ফি দিতে হয়ে, সেখানে আপনি মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় #বুয়েট কিংবা #ঢাকা_বিশ্ববিদ্যালয় থেকেও হাজার ধাপ উপরের র্যাংকিং এর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন!
❐ বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস এর জরিপ মতে চায়নার ক্রমবর্ধমান ইকোনমিক ২০২৫ সাল নাগাদ আমেরিকাকে ছাড়িয়ে যাবে! তাই ইউরোপ, আমেরিকায় এপ্লাই করে বার বার রিজেক্ট খেয়ে সময় নষ্ট না করে চায়নায় পড়তে আসাই হবে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত। আর বাস্তবতা হচ্ছে যারা ইউরোপ-আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে যায় তাদের ৯০% ই পড়াশোনা কন্টিনিউ করতে পারেন না অতিরিক্ত টিউশন ফি আর লিভিং এক্সপেন্স এর কারনে। আপাত দৃষ্টিতে আমাদের পরামর্শটি হাস্যকর মনে হতে পারে কিন্তু চোখ-কান খোলা রেখে একটু ভেবে দেখলেই আপনি নিজেই আমাদের কথার বাস্তবতা অনুধাবন করতে পারবেন।
✅ আবেদনের যোগ্যতা-
▣ এসএসসি পাশ (ডিপ্লোমা ও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম)
▣ এসএসসি এবং এইচএসসি মিলে কমপক্ষে জিপিএ ৮ থাকতে হবে। (ব্যাচেলর)
▣ সিজিপিএ মিনিমাম ২.৮ (মাস্টার্স)
▣ ৫ বছরের বেশি স্ট্যাডি গ্যাপ থাকা যাবে না। (ব্যাচেলর মাস্টার্স এর ক্ষেত্রে)
▣ ১০-১৫ বছর স্ট্যাডি গ্যাপ থাকলেও প্রব্লেম নেই (ল্যাঙ্গুয়েজ ও ডিপ্লোমার ক্ষেত্রে)
✅ আমাদের প্যাকেজ-
▣ টিউশন ও হোস্টেল ফ্রি!
▣ এডমিশন
▣ জে ডব্লিউ ২০২
▣ ডিএইচএল
▣ এম্বাসি ফি
▣ এয়ার টিকেট
▣ এয়ারপোর্ট পিক আপ।
❐ টোটাল খরচ ২ লক্ষ ৫০ হাজার টাকা (যে কোন প্রোগ্রামের জন্য)।
𝗢𝘂𝗿 𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝗔𝗱𝗱𝗿𝗲𝘀𝘀:
476/C/1, 3rd Floor, D.I.T. Road, (Beside Rupali Bank) Malibagh, Dhaka 1219

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com