রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

চীনে আরমানি, লুই ভুতোঁর সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের এই ফ্যাশন ডিজাইনার

  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে যে ফ্যাশন ডিজাইনাররা একটু একটু করে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন, তাসমিত আফিয়াত তাঁদেরই একজন, অর্নি নামেই তিনি বেশি পরিচিত। সম্প্রতি ‘সাংহাই ফ্যাশন উইক ২০২৪’–এ আমন্ত্রিত হয়েছেন তাসমিত। ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর—৪ দিন চলবে এই উৎসব। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

‘ওয়ার্ল্ড ফ্যাশন অর্গানাইজেশন’–এর আয়োজনে ২৭ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড ফ্যাশন এক্সিবিশন’–এর রানওয়েতে নিজের সংগ্রহ তুলে ধরবেন তাসমিত আফিয়াত। এই মুহূর্তে তিনি আছেন কাতারের দোহায়। আজ রাতে (২৪ সেপ্টেম্বর) উড়াল দেবেন চীনের সাংহাইয়ের উদ্দেশে
‘ওয়ার্ল্ড ফ্যাশন অর্গানাইজেশন’–এর আয়োজনে ২৭ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড ফ্যাশন এক্সিবিশন’–এর রানওয়েতে নিজের সংগ্রহ তুলে ধরবেন তাসমিত আফিয়াত। এই মুহূর্তে তিনি আছেন কাতারের দোহায়। আজ রাতে (২৪ সেপ্টেম্বর) উড়াল দেবেন চীনের সাংহাইয়ের উদ্দেশে

চীনের সাংহাই–তে তাসমিত আফিয়াতের ফ্যাশন ব্র্যান্ড ‘স্ট্রাইড’–এর পাশাপাশি অংশ নেবে ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড আরমানি, ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস লুই ভুঁতোর মতো গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড। তাসমিতের নকশা করা পোশাকে র‍্যাম্পে হাঁটছেন মডেল
চীনের সাংহাই–তে তাসমিত আফিয়াতের ফ্যাশন ব্র্যান্ড ‘স্ট্রাইড’–এর পাশাপাশি অংশ নেবে ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড আরমানি, ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস লুই ভুঁতোর মতো গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড। তাসমিতের নকশা করা পোশাকে র‍্যাম্পে হাঁটছেন মডেল

ওয়ার্ল্ড ফ্যাশন অর্গানাইজেশনের এই শো থেকে যে অর্থ আসবে, দক্ষিণ আফ্রিকার পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় তা ব্যয় করা হবে। তাসমিতের নকশা করা পোশাকে র‍্যাম্পে হাঁটছেন মডেল
ওয়ার্ল্ড ফ্যাশন অর্গানাইজেশনের এই শো থেকে যে অর্থ আসবে, দক্ষিণ আফ্রিকার পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় তা ব্যয় করা হবে। তাসমিতের নকশা করা পোশাকে র‍্যাম্পে হাঁটছেন মডেল

 সাংহাই ফ্যাশন উইকের এবারের থিম ‘সাসটেইনেবল হাই ফ্যাশন’। যাঁরা স্থানীয় উপাদানে তৈরি টেকসই ফ্যাশনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন, মূলত তাঁদের নিয়েই এবারের আয়োজন
সাংহাই ফ্যাশন উইকের এবারের থিম ‘সাসটেইনেবল হাই ফ্যাশন’। যাঁরা স্থানীয় উপাদানে তৈরি টেকসই ফ্যাশনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন, মূলত তাঁদের নিয়েই এবারের আয়োজন

এই প্রজেক্টের অংশ হিসেবে চীনের সাংহাইতে এক বছরের জন্য তাসমিতকে একটি স্টলও দিচ্ছে ‘ওয়ার্ল্ড ফ্যাশন অর্গানাইজেশন’। সেখানে বিক্রির জন্য তাসমিতের সংগ্রহ থাকবে। সেই সঙ্গে কয়েকটি কর্মশালায়ও অংশ নেবেন তাসমিত। স্থানীয় ফ্যাশন ডিজাইনার ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন তিনি। চীনে ১০ বছরের ভিসা পেয়েছেন এই বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার
এই প্রজেক্টের অংশ হিসেবে চীনের সাংহাইতে এক বছরের জন্য তাসমিতকে একটি স্টলও দিচ্ছে ‘ওয়ার্ল্ড ফ্যাশন অর্গানাইজেশন’। সেখানে বিক্রির জন্য তাসমিতের সংগ্রহ থাকবে। সেই সঙ্গে কয়েকটি কর্মশালায়ও অংশ নেবেন তাসমিত। স্থানীয় ফ্যাশন ডিজাইনার ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করবেন তিনি। চীনে ১০ বছরের ভিসা পেয়েছেন এই বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার

ছোটবেলা থেকেই রিকশা থিম নিয়ে কাজ করেছেন তাসমিত। নিজের বিয়েতেও পরেছেন একই থিমের লেহেঙ্গা
ছোটবেলা থেকেই রিকশা থিম নিয়ে কাজ করেছেন তাসমিত। নিজের বিয়েতেও পরেছেন একই থিমের লেহেঙ্গা

তাসমিত নিজের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বডি জুয়েলারির সঙ্গে নিজের নকশা করা সাদা জামদানির যে র‍্যাফল গাউনটি পরেছিলেন, সেটি ফ্যাশনিস্তা ও ফ্যাশন সমালোচকদের নজর কেড়েছে
তাসমিত নিজের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বডি জুয়েলারির সঙ্গে নিজের নকশা করা সাদা জামদানির যে র‍্যাফল গাউনটি পরেছিলেন, সেটি ফ্যাশনিস্তা ও ফ্যাশন সমালোচকদের নজর কেড়েছে

১২ বছর ধরে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন তাসমিত
১২ বছর ধরে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন তাসমিত

নিজের বিয়েতে তাসনিম রিকশা পেইন্টের থিমের লেহেঙ্গায় বউ সেজে নিজেই বরকে আনতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনা নিয়ে হয়েছে তুমুল আলোচনা
নিজের বিয়েতে তাসনিম রিকশা পেইন্টের থিমের লেহেঙ্গায় বউ সেজে নিজেই বরকে আনতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনা নিয়ে হয়েছে তুমুল আলোচনা

২০২৩ সালের জুলাইয়ে কাতারের একটি ফ্যাশন শোতে আন্তর্জাতিক দর্শকদের সামনে জামদানি, নকশিকাঁথা, রাজশাহী সিল্ক, গামছা দিয়ে বানানো দেশীয় সংস্কৃতির পোশাক তুলে ধরে প্রশংসিত হন
২০২৩ সালের জুলাইয়ে কাতারের একটি ফ্যাশন শোতে আন্তর্জাতিক দর্শকদের সামনে জামদানি, নকশিকাঁথা, রাজশাহী সিল্ক, গামছা দিয়ে বানানো দেশীয় সংস্কৃতির পোশাক তুলে ধরে প্রশংসিত হন

রিকশা পেইন্ট, জামদানি, মঙ্গল শোভাযাত্রার মুখোশ—এগুলো নিয়ে আগেও আন্তর্জাতিক পরিসরে কাজ করেছেন তাসমিন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত মিস ইউনিভার্সের আসরে শিরিন শিলা দেখা দিয়েছিলেন তাসমিনের নকশা করা শাড়ি, রিকশার হুড আর বর্ণমালার গয়নায়
রিকশা পেইন্ট, জামদানি, মঙ্গল শোভাযাত্রার মুখোশ—এগুলো নিয়ে আগেও আন্তর্জাতিক পরিসরে কাজ করেছেন তাসমিন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত মিস ইউনিভার্সের আসরে শিরিন শিলা দেখা দিয়েছিলেন তাসমিনের নকশা করা শাড়ি, রিকশার হুড আর বর্ণমালার গয়নায়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com