শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

চালু হওয়ার ৪ বছরের মধ্যে বিশ্বের সেরা হোটেলের খেতাব

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

ব্যবসার জন্য কঠিন একটি সময় চালু হয় কাপেলা ব্যাংকক। ২০২০ সালে হোটেল চালুর পরপরই মহামারী ছড়িয়ে পড়ায় বৈশ্বিক আতিথেয়তা খাত রাতারাতি ধসের মুখে পড়ে। কিন্তু মাত্র চার বছরে জিতে নিল ওয়ার্ল্ডস ফিফটি বেস্ট হোটেলের শীর্ষস্থানটি।

চাও ফ্রায়া নদী তীরে অবস্থান ১০১ কক্ষের কাপেলা ব্যাংককের। এর অন্যতম আকর্ষণ নদীর ধারের ভিলা, যার সবক’টিতেই রয়েছে আলাদা বাগান ও পুল। পাঁচ তারকা মানের হোটেলটির অবস্থান ঐতিহ্য ও সাংস্কৃতিকভাবে ঋদ্ধ থাইল্যান্ডের প্রাচীনতম এলাকা চারোয়েনক্রুংয়ে।

কাপেলা ব্যাংককের জেনারেল ম্যানেজার জন ব্ল্যাঙ্কোর মতে, পর্যটনের জন্য ব্যাংকক খুবই কোলাহলপূর্ণ। কিন্তু এ হোটেল একদম আলাদা। কোলাহলবিহীন, পাখিতে ভরা সুন্দর বাগানসহ অতিথিদের জন্য এখানে অপেক্ষা করছে চমৎকার মুহূর্ত।

হোটেলের বিপণন বিভাগের পরিচালক জোসেফাইন পিএনজি জানান, এখানে তার প্রিয় স্থান হলো”গাছের নিচে নদীর ধারের বারান্দা। দিনে স্থানটি পুরোপুরি চুপচাপ, কিন্তু রাতের বেলায় যখন সার বেঁধে নৌকা যায়, তখন একদম জীবন্ত হয়ে ওঠে। কাপেলা ব্যাংককের পর সেরা পাঁচে স্থান পাওয়া অন্য হোটেলগুলো হলো ইতালির পাসালাকোয়া, রোজউড হংকং, চেভাল ব্ল্যাঙ্ক প্যারিস ও হংকংয়ের দ্য আপার হাউজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com