শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

চায়না ভ্রমণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আসসালামু আলাইকুম, আল্লাহর নিকট শুকরিয়া তিনি পৃথিবী ঘুরতে সুযোগ করে দিয়েছেন এবং দিবেন।
আজকে আলোচনা করবো বেইজিং কম সময়ে টপ কোন কোন জায়গায় ঘুরবেন এর বিস্তারিত।
আমি গত ২০ নভেম্বর গুয়াংজু থেকে হাই স্পিড ট্রেনে করে বেইজিং চলে আসি। আর আমার টিকেট মূল্য ১৪৬.৮৯$ ডলার লেগেছে সময় ৭ ঘন্টা ৪৩ মিনিট ( G82) নাম্বার ট্রেন। অনেকে বলবেন বিমানে যাতায়াত করলে হতো কম খরচ তাহলে আপনি এই সাত ঘন্টা রাস্তার পাশের দৃশ্য কোথায় রাখবেন? আর আপনি যেহেতু ঘুরতে এসেছেন তাহলে কিছু জায়গায় খরচ গুলো ভুলে যেতে হবে।
ট্রেন সকাল ৮:৩৮ মিনিটের ছিল। আমি গুয়াংজু ( Sanyyanli) বাংলা পাড়ায় ছিলাম। গুয়াংজু নিয়ে আমার ১ম পর্ব পোস্ট আছে সেটা পড়তে পারেন গ্রুপে অথবা আমার ওয়ালে।
গুয়াংজু সাউথ থেকে বেইজিং ওয়েস্ট ট্রেন যথা সময়ে চলতে শুরু করেছে। একটা কথা বলে রাখা ভালো আপনি সবসময় পাসপোর্ট আপনার সাথে রাখবেন। যেকোন জায়গায় চেক হয় বিশেষ করে মেট্রোরেল মধ্যে আমি ২ বার চেকের সম্মুখীন হয়েছি।
সকল ফর্মালিটি করে ১০ মিনিট আগে চেক-ইন গেট ঘুলে দেয়। আপনার সব কিছু চেক করে পাসপোর্ট মেনুয়াল স্ক্যান করে এন্ট্রি।
সারা রাস্তা চোখ জুড়ে যাওয়ার দৃশ্য আর ৩৫২ কিমি গতিতে শব্দহীন ও কোন ঝাঁকি বিহীন ছুটে চলে সত্যি অবিশ্বাস্য মনে হবে এরা টেকনোলজি কত এগিয়ে আমরা এই পর্যন্ত আসতে আসতে তাদের অবস্থা কেমন হবে একবার চিন্তা করা যায়!!
ট্রেন বিকেল ৪ টা ২৩ মিনিটে চলে আসছে ৪ মিনিট আগেই। ট্রেন থেকে নেমে শীতের(৭°) কবলে কারণ গুয়াংজু গরম ছিল। আমি মালয়েশিয়া থেকে আসার সময় শীতের কাপড় নিয়ে এসেছি। আর মালয়েশিয়া থেকে কিন্তু বিমান ভাড়া অনেক কম।
বেইজিং ওয়েস্ট থেকে আমার হোস্টেল লোকেশন চেক করে মেট্রোরেল করে চলে গেলাম। এখন অনেকে প্রশ্ন করবে এটা কিভাবে হল:
আপনি আমার প্রথম পোস্ট পড়েননি এই জন্য মেট্রোরেল অ্যাপ সম্পর্কে জানতে পারেন নাই।
সমস্যা হচ্ছে নামার পরে হোস্টেল খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে। পরে একজন ইংরেজিতে পড়তে পারে সে আমাকে সাথে নিয়ে হোস্টেল রেখে আসলো এবং সাথে ছবি তোলা জন্য অনুরোধ করলো।
আমার হোস্টেল ছিল Lama Temple এর পাশে ( Beijing P.LOFT Youth Hostel). Agoda এর রিভিউ সর্বোচ্চ সংখ্যা, হোস্টেল অনুযায়ী খরচ বেশি বেইজিং কারণ এই টাকায় গুয়াংজু হোটেল রুম পেয়েছিলাম।
রিসিপশন ডেস্কে পাসপোর্ট দিয়ে কাজ শেষ করে রুমে ( 6B) চলে গেলাম। রুম নাম্বার বললাম আপনারা কেউ হয়ত সেই রুমে থাকতে পারেন তখন আমার পোস্টের কথা মনে পরবে। তবে তাদের প্রাইভেট রুম আছে আপনারা বেশি মানুষ হলে রুম নিতে পারেন।
পরের দিন প্ল্যান মত ঘুরা শুরু করে দিলাম। বেইজিং কোন কোন জায়গায় ঘুরবেন তার চেক লিষ্টটা নিচঃ
> Tiananmen Square
> Forbidden City
> Jingshan Park
> Back Lakes
> Nanluoguxiang Alley
> Mutianyu Great Wall
> Olympic Park
> Bird Nest and Water Cube
এই গুলো টপ বলতে পারেন এবং সিটি সেন্টার জন্য ডাউনটাউন ঘুরতে পারেন।
মজার বিষয় হল আপনি Tienanmen স্কয়ার গেলে অনেক গুলো কভার করতে পারবেন এবং এর জন্য ১ দিন রাখবেন বিশেষ করে আপনার রিজার্ভেশন / অ্যাপোয়েন্টমেন্ট করতে হয় যেটা হোটেল থেকে ফ্রী করে দিবে আর ভিতরে মিউজিয়াম ও ফরবিডেন সিটি টিকেট লাগবে সেটা ভিতরে পাবেন। আর গ্রেট ওয়াল জন্য আপনি এক দিন রাখতে হবে। আর গ্রেট ওয়াল নিয়ে বিস্তারিত ভিডিও আমার ওয়ালে দেওয়া আছে।
চায়নাতে খাওয়া নিয়ে ভয়ের কিছু নেই। আপনি উইঘুর মুসলিম রেস্তোরাঁ পাবেন ও Lanzhou চেইন ফুড শপ পাবেন আপনার আসেপাশে এরা মুসলিম ও মাথায় টুপি দিয়ে থাকে সবসময়। গুগল অথবা আইফোন ম্যাপে চেক করলে পেয়ে যাবেন। দাম কম তবে বাংলাদেশের তুলনায় বেশি হবে স্বাভাবিক। লোকাল ফুড গুলো অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগবে। খাবার কোন গুলো ভালো টেস্ট জেনে গেছেন হয়ত আমার ওয়ালের ফুডের ছবি ও রিভিউ দেখে।
যাতায়াত জন্য চীন অসাধারণ বলা যাবে। সব জায়গা মেট্রোরেল ও বাস কানেক্টেড আছে। বাসে ভাড়া কম তুলনায় মেট্রোরেল বেশি। তবে মেট্রোরেল চায়না ভাষা পাশাপাশি ইংরেজি রয়েছে সুতরাং আপনি সহজে বুঝে যাবেন। এর জন্য ডেডিকেটেড ইংরেজি অ্যাপ রয়েছে। আপনি আলি পে ব্যবহার করলে টিকেট মেশিনের সামনে যেতে হবে না অটো অ্যাপ থেকে কেটে নিবে। ক্যাশলেজ সিস্টেম চায়না। চাইলে আপনার মাস্টার কার্ড ডিরেক্ট ব্যবহার করতে পারবেন। আর যদি টাকা দিয়ে কাটতে চান সেই ব্যবস্থা আছে তবে ৫/১০ টাকা মেশিন নিবে। চাইলে সিঙ্গেল জার্নি টিকেট নিতে পারেন।
থাকার জন্য আপনি হোটেল অথবা হোস্টেল বুকিং করতে পারেন ( বুকিং ডটকম অথবা আগোডা) থেকে আর অবশ্যই রিভিউ চেক করবেন এবং নিকট মেট্রোরেল আছে কিনা ও মুসলিম রেস্তোরাঁ কত দুর হবে। তাহলে আপনি সঠিক সময় আপনার ট্যুর শেষ করতে পারবেন সময় কম লাগবে ও খরচ কম হবে। মেট্রোরেল সর্বোনিম্ন ভাড়া ৩ ইয়ান।
এবার গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্লিকেশান কথা বলবো যে গুলো
আপনি যাওয়ার আগে মোবাইলে ইনস্টল করে নিয়ে যাবেন।
১# Wechat সব লোকাল যোগাযোগ ও সব কিছু একটাতে হবে। তবে পেমেন্ট জন্য Wechat / Ali Pay ব্যবহার করতে পারেন। আলি পে সহজ। আপনি বাংলাদেশে ইন্সটল করে আপনার ডুয়েল কারেন্সি কার্ড এ্যাড করে নিবেন।
২# লোকাল ম্যাপ জন্য আইফোন ম্যাপ / Gaode ম্যাপ/ Baidu ম্যাপ। গুগল ম্যাপ কাজ করে তবে ভিপিএন দিয়ে কিন্তু মাঝে মাঝে ভুল তথ্য আসে।
৩# লোকাল টাক্সি জন্য DiDi ব্যবহার করতে পারেন। আর এটা Wechat মিনি প্রগ্রাম আছে সেখান থেকে ব্যবহার করতে পারেন। লং জার্নি ট্রেন টিকেটও Wechat মিমি প্রগ্রাম পাবেন। অ্যাপ টাক্সি ছাড়া উঠবেন না এরা কঠিন স্ক্যামে পরতে পারেন। সুতরাং চেষ্টা করবেন DiDi ব্যবহার করতে।
৪# ভিপিএন অবশ্যই লাগবে যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান তাহলে। সব গুলো বন্ধ করা সুতরাং পেইড ভিপিএন ভালো। আর এসব ঝামেলা না নিতে চাইলে ইসিম নিতে পারেন।
৫# শপিং জন্য আপনি কিছু লোকাল অ্যাপ ব্যবহার করতে পারেন তবে ভেরিফাই জন্য লোকাল সিম নাম্বার লাগবে। শপিং উপর বিস্তারিত পোস্ট অন্য পর্বে করবো। সেখানে চায়না কোথায় থেকে পন্য সোর্সিং করা হয় সেটা বিস্তারিত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com