1. [email protected] : চলো যাই : cholojaai.net
চলুন বেড়িয়ে আসি চীনের কুয়াং সি'র কুই লিনে
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
Uncategorized

চলুন বেড়িয়ে আসি চীনের কুয়াং সি’র কুই লিনে

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১

কুই লিন

চলুন বেড়িয়ে আসি: গ্রীষ্মের গরম থেকে আশ্রয় নিতে চীনের কোথায় কোথায় বেড়াতে যাবেন?-কুয়াং সি'র কুই লিনে

কুই লিন প্রাচীনকাল থেকেই চীনের প্রাকৃতিক পর্যটনের বিখ্যাত নগর। ২০১৪ সালের জুন মাসে দক্ষিণ চীনের কার্স্ট ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রতিনিধি হিসেবে কুই লিনের নদনদী ও পাহাড়কে ইউনেস্কো ‘বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য তালিকায়’ অন্তর্ভুক্ত করে। ২০১৬ সাল পর্যন্ত কুই লিন মোট ১৬০টির বেশি দেশের নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানিয়েছে। চীনের বিভাগ পর্যায়ের শহরগুলোর মধ্যে কুই লিনে যাওয়া বিদেশি পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি। ২০১২ সালের নভেম্বরে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ‘কুই লিনের আন্তর্জাতিক দর্শনীয় স্থান উন্নয়ন পরিকল্পনা’ অনুমোদন করে। এতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সাল নাগাদ কুই লিন বিশ্ব পর্যায়ের পর্যটনশহর হিসেবে গড়ে উঠবে। কুই লিন বহু জাতি অধ্যুষিত শহর। এখানে চুয়াং, হুই, মিয়াও, ইয়াও ও থোংসহ ২৮টি সংখ্যালঘু জাতির মানুষ বসবাস করেন। তারা চীনা জাতির গভীর সাংস্কৃতিক পরিবেশে নিজেদের বৈশিষ্ট্যপূর্ণ রীতিনীতি বজায় রেখেছেন এবং নিজ নিজ জাতিগত উত্সবও পালন করেন। তাদের পোশাক, খাদ্য, ধর্মবিশ্বাস ও ভাষা ভিন্ন। এটা বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি ব্যাপার।

কুই লিনে গেলে লি চিয়াং নদী দেখতে ভুলবেন না যেন! লি চিয়াং কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের পূর্বাঞ্চলে অবস্থিত। এ নদীর দৈর্ঘ্য ৪৩৭ কিলোমিটার। লি চিয়াংয়ের উত্সস্থল হচ্ছে মাও এর শান। মাও এর শানের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত ভালো। এখানকার বাতাস পরিষ্কার-পরিচ্ছন্ন; এখানে আছে বিস্তৃত বনাঞ্চল। কুই লিনের কথা ভাবলে চীনাদের চোখের সামনে ভেসে ওঠে লি চিয়াংয়ের দৃশ্য। লি চিয়াংয়ে এক ধরনের ‘জলপাথর’ উত্পাদিত হয়। এ পাথর কেবল লি চিয়াং নদীতে পাওয়া যায়; আকার ক্ষুদ্র ও বিস্ময়কর এবং দেখতে খুব সুন্দর। আলোর নিচে তা দেখতে উজ্জ্বল লাগে।

চলুন বেড়িয়ে আসি: গ্রীষ্মের গরম থেকে আশ্রয় নিতে চীনের কোথায় কোথায় বেড়াতে যাবেন?-কুয়াং সি'র কুই লিনে

চীনের হ্যপেই প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ছিন হুয়া তাও। চীনের ছিন রাজবংশের রাজা ছিন শি হুয়াং জায়গাটি পরিদর্শনের সময় দেবতা খোঁজার জন্য সমুদ্রে লোক পাঠিয়েছিলেন। তাই এ জায়গাকে ছিন হুয়াং তাও ডাকা হয়। ছিন ছি শি হুয়াং’র ‘ছিন’। ‘হুয়াং’ মানে রাজা।তাও মানে দ্বীপ।

ছিন হুয়াং তাও’এর আবহাওয়া খুব আরামদায়ক। এটি চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের পর ঘোষিত ১৪টি উপকূলীয় বন্দরশহরের মধ্যে অন্যতম। তাই এখানে নৌ, সড়ক ও বিমান যোগাযোগব্যবস্থা খুবই ভালো। ছিন হুয়াং তাও’এ সুন্দর সমুদ্রসৈকত ও নানা ঐতিহাসিক পুরার্কীতি আছে। গরমকালে বেড়ানোর জন্য জায়গাটি খুবই ভালো।  ছিন হুয়াং তাও’র পেই তাই হ্য সমুদ্র সৈকত চীনের বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত। পেই আই হ্য-এর সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ২২.৫ কিলোমিটার। সমুদ্র সৈকতে নরম ও পরিস্কার বালি, বৈশিষ্ট্যময় প্রবালপ্রাচীর, বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখি দেখা যায়।  পেই তাই হ্য-এ আপনি যেতে পারেন লাও লুং থো, যেখানে বেশ কয়েকটি সুন্দর দর্শনীয় জায়গা আছে। এসব জায়গার মধ্যে আছে গে চি ওয়ো পার্ক, যেটি সূর্যোদয় দেখার শ্রেষ্ঠ জায়গা। আছে লাও হু শি সামুদ্রিক পার্ক, যেখানে বেশ কয়েকটি বাঘ আকৃতির প্রবালপ্রাচীর আছে। বাঘের আকৃতির কারণেই এর নাম লাও হু শি রাখা হয়েছে। চীনা ভাষায় ‘লাও হু’ মানে ‘বাঘ’।

রুবি/তৌহিদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com