1. [email protected] : চলো যাই : cholojaai.net
ঘুরে দাঁড়াতে শুরু করেছে কানাডার অর্থনীতি
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
Uncategorized

ঘুরে দাঁড়াতে শুরু করেছে কানাডার অর্থনীতি

  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

সামগ্রিকভাবে জুলাইয়ে কানাডার অর্থনৈতিক কর্মকান্ড ২০২০ সালের ফেব্রুয়ারিতে রেকর্ডকৃত মহামারি-পূর্ব সময়ের চেয়ে ২ শতাংশ কম ছিল। সংস্থাটির আগস্টের দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হিসাবে নিলে মাসটিতে এ ব্যবধান দাঁড়ায় ১ শতাংশের মতো। ভোক্তাদের ওপর ভর করে আগস্টে ঘুরে দাঁড়াতে শুরু করে কানাডার অর্থনীতি। তবে তার আগের মাসে অর্থাং জুলাইয়ে দেশটির অর্থনীতি দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে বলে স্ট্যাটিস্টিকস কানাডা শুক্রবার জানিয়েছে।

যদিও সংস্থাটি তাদের আগের প্রাক্কলনে অর্থনীতি দশমিক ৪ শতাংশ সংকুচিত হবে বলে ধারণা করেছিল। কিন্তু উষ্ণ আবহাওয়া, জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিবিধান শিথিলকরণ ও সংক্রমণ কমে যাওয়ার ফলে কানাডিয়ানদের প্যাশিও এবং ভ্রমণ জুলাইয়ে অর্থনীতিকে অতোটা সংকোচন থেকে রক্ষা করেছে।

সশরীরে সেবা গ্রহণ ও ভ্রমণ বিধিনিষেধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাস ও খাদ্য সরবরাহ সেবা খাত। এ খাতও জুলাইয়ে ১২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির দেখা পেয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাস দুই অংকের ঘরে প্রবৃদ্ধি দেখল খাতটি।

ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের বিধান ৫ জুলাই থেকে বাতিল করা হয়েছে। এছাড়া ভ্রমণ মৌসুম হওয়ায় জুলাইয়ে আকাশপথে যাত্রী পরিবহন ৬৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

টিডির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ থানাবালাসিঙ্গাম বলেন, সদ্য সমাপ্ত মাসের প্রাথমিক কিছু সূচক দেখে বলা যায়, সেবা খাতে ব্যয় বৃদ্ধির ধারা আগস্ট এবং সেপ্টেম্বরেও অব্যাহত থাকবে।

তবে প্রতিটি খাতই এখনও মহামারি-পূর্ব অবস্থায় যেতে পারেনি। জুলাইয়ে আবাস ও খাদ্য সরবরাহ সেবা খাত ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ নিচে ছিল। আর আকাশ পথে যাত্রী পরিবহন ছিল মহামারি-পূর্ব সময়ের তুলনায় ৮৩ শতাংশ নিচে। এখন যেহেতু খাতগুলো মহামারি-পূর্ব সময়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই প্রবৃদ্ধিতে আমরা ধীর গতি দেখতে পাবো। এরপর হেমন্ত ও শীত এসে গেলে আমরা কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। সংক্রমণের চতুর্থ ঢেউ ও শীত এসব খাতে ভোক্তা ব্যয় কমিয়ে দিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com