গরমের দাবদাহ থাকলেও ভ্রমণপ্রিয় বাঙালি ঘুরতী যেতে পিছু পা হয়নি। এই সময়েও দিঘার বুকে ভিড় জমিয়েছেন বহু পর্যটক। তাঁদের কথা মাথায় রেখেই চালু হল নতুন পরিষেবা। মাত্র ১৫০ টাকায় ঘুরে আসতে পারবেন দিঘা।
নিউ ব্যারাকপুর পুরসভার উদ্যোগে এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বেলঘরিয়া ডিপোর সহযোগিতায় নতুন করে এই পরিষেবা চালু করা হয়েছে। ২০১৮ সালে এই পরিষেবার উদ্বোধন হয় কিন্তু করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন এই দিঘা-নিউ ব্যারাকপুর বাস বন্ধ রাখা হয়েছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে যাত্রীদের সুবিধার্থে ফের চালু হল এই পরিষেবা।
জানা গিয়েছে, দিঘা-নিউ ব্যারাকপুর বাসটি নিয়মিত নিউ ব্যারাকপুর থানা সংলগ্ন কৃষ্টি হলের সামনে থেকে ছাড়বে। সেখান থেকে ডানলপ হয়ে নন্দকুমার হয়ে দিঘা পৌঁছাবে। এছাড়া, দুপুর দুটো থেকে দিঘা ছেড়ে নিউ ব্যারাকপুর পৌঁছাবে। এই যাত্রায় চার ঘণ্টা সময় লাগবে। ১৯৫ কিলোমিটার যাত্রা অতিক্রম করতে ভাড়া রাখা হয়েছে মাথাপিছু মাত্র ১৫০ টাকা।
গরমের ছুটিতে অনেকেই দিঘা যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু সকাল হতেই কড়া রোদের ঠেলায় নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। এই পরিস্থিতিতে মাইকিং করে বিশেষভাবে সতর্ক করছে প্রশাসন। দিঘায় এই মুহূর্তে পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। জারি হয়েছে সতর্কতা। সকাল ১০ টার পর ঘরের বাইরে থাকা প্রায় দুষ্কর হয়ে উঠছে। সমুদ্রের জল ফুটন্ত জ্বলে পরিণত হয়েছে। তাই পর্যটকদের সকাল ১১ টা থেকেই সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।