গরমের দাপটে পুড়ছে গোটা বঙ্গ। গরমের ছুটিও পড়ে গিয়েছে স্কুল কলেজে। তাই বাড়িতেই রয়েছেন সকলে। এইসময় অনেকেই মনকে শান্তি দিতে পাহাড়ে বেড়িয়ে আসেন। মন ও শরীরের শান্তি চাইতে এইসময় অনেকেই পাহাড়ের কাছে গিয়ে শান্তি খোঁজেন। পাহাড়ের নিবিড়তা ও বিশালতা মুগ্ধ করে সকল মানুষকে। তাই এইসময় পাহাড়ে ভিড় জমান অসংখ্য মানুষ।
এখানে একবার গেলে আর আপনার ফিরতে ইচ্ছে করবে না সমতলে। জঙ্গল ও পাহাড়ের মাঝে এই গ্রাম আপনাকে প্রশান্তি এনে দেবে। রংপো নদীর ধারে কালিম্পং-এর একটি ছোট্ট গ্রাম হল সীমানাদারা। নিউ জলপাইগুড়ি থেকে খুব সহজেই যাওয়া যায় এই জায়গায়। এটি নিউ জলপাইগুড়ি থেকে আনুমানিক ৮৮ কিলোমিটার দূরে। এখানে থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে। সেখানে কয়েকদিন কাটিয়ে আসতে পারেন।
হোমস্টে-তে বসে আপনি আশেপাশে থাকা পাখির ডাক ও নদীর জলের শব্দ শুনতে পাবেন। এখান থেকে পায়ে হেঁটে যেতে পারবেন রংপো নদী দেখতে। এছাড়া এখানে দেখার জন্য রয়েছে রামধুরা, দূরপিনদারাও, পেডং কোলাখাম, সিলারিগাঁও জায়গাগুলি। তাই গরমের দাপট থেকে বাঁচতে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন সীমানাদারা।