সিলেট জেলার অন্যতম শহর শ্রীমঙ্গল। সিলেট ছাড়াও পুরো বাংলাদেশের প্রসিদ্ধ ভ্রমণস্থানগুলোর মধ্যে শ্রীমঙ্গল বহু পর্যটকের নজর কেড়েছে। চা বাগানের সাম্রাজ্য শ্রীমঙ্গলের প্রতি পরতে পরতে রয়েছে বিস্ময়। পরিবার অথবা বন্ধুবান্ধব বা নিজের মতো সময় কাটাতে চাইলে আসতে হবে এখানে। প্রকৃতির মাঝখানে, একাত্মতা ঘোষণা করতে হবে অসীম সবুজের সাথে। আর এই অপূর্ব সুন্দর জায়গায় সময় কাটাতে চাইলে গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর একটি পছন্দসই রিসোর্ট।
শ্রীমঙ্গল মূল শহর থেকে ফিনলে চা বাগানের দিকে মাত্র ২ কিলোমিটার দূরে রামনগরে অবস্থিত এই গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর। সংক্ষেপে যাকে বলা হয় জিএসআরটি রিসোর্ট। মৌলভীবাজার জেলার উপজাতীয় গ্রাম মণিপুরী পাড়ার ঠিক সামনে চা-বাগানের মাঝখানে গড়ে ওঠা এই বিশাল রিসোর্টের মূল আকর্ষণ হলো এটির পেছনের পুরো এলাকা জুড়ে আছে বিশাল চা বাগান আর সামনে মণিপুরী পাড়া।
চা বাগানের ভেতর দিয়েই প্রবেশ করতে হয় এই রিসোর্টে। দু’পাশে চায়ের বাগান রেখে গড়ে তোলা এই রিসোর্ট প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এখানে আসা পর্যটকদের শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাতে রিসোর্টটির নিজস্ব পরিবহন রয়েছে। সেক্ষেত্রে অবশ্য আলাদা টাকা গুনতে হবে আপনাকে।
এই রিসোর্টে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ আর নিজস্ব ওয়াই-ফাই ব্যবস্থা। সেমিনার রুম, পার্টি রুমসহ বর্তমানে আরো অনেক সুবিধা দিচ্ছে এই রিসোর্ট। বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রিসোর্টে করা হয়েছে বিশেষ ব্যবস্থা। আছে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা।
পরিবার নিয়ে থাকার জন্য বিশেষভাবে তৈরি এখানকার রুমগুলো তিন জনের একটি পরিবারের উপযোগী। এখানে ফ্যামিলি ডিলাক্সের সুযোগ সুবিধা ফ্যামিলি স্যুটের মতোই। এখানেও ফ্যামিলি স্যুটের মতো আছে দু’টো বেডরুম, যার একটিতে কাপল বেড এবং অন্যটিতে রয়েছে সিংগেল বেড; যা তিন জনের থাকার জন্য একদম যথাযথ। ফ্যামিলি ডিলাক্স রুমগুলোর প্রতিরাতের ভাড়া ২ হাজার ৫০০ টাকা।
এই রিসোর্টে অল্প টাকায় কাপল ডিলাক্স রুমের ব্যবস্থা আছে। ফ্যামিলি স্যুট এবং ফ্যামিলি ডিলাক্সের সাথে এই রুমগুলোর মূল পার্থক্য হচ্ছে বেডরুম সংখ্যায়। কাপল ডিলাক্স রুমগুলোর প্রতি রাতের ভাড়া ২ হাজার ১০০ টাকা।
যেভাবে যাবেন:
শ্রীমঙ্গল মূল শহর থেকে সিএনজি অথবা রিক্সা নিয়ে রামনগরে গেলেই দেখতে পাবেন এই রিসোর্ট। তবে রিসোর্টে আগে থেকে বুকিং দিয়ে গেলে বা কর্তৃপক্ষকে জানালে শ্রীমঙ্গল রেলস্টেশন বা বাস স্ট্যান্ড থেকে তারাই আপনাকে রিসোর্টের গাড়িতে নিয়ে আসবে। এজন্য আলাদা কোনো টাকা ব্যয় করতে হবে না, শুধু আপনার অবস্থান আর কখন নামছেন শ্রীমঙ্গল শহরে সেটা জানালেই হবে।