শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

গ্রিসে বাড়ছে বাংলাদেশি নারী উদ্যোক্তা

  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪

ইউরোপের দেশ গ্রিসে বাড়ছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংখ্যা। ঘর সামলানোর পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সামাল দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। দেশটির রাজধানী এথেন্সের অলিগলিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন নারীরা। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে করছেন চাকরি। এতে নিজেরাও হচ্ছেন স্বাবলম্বী। দেশেও পাঠাচ্ছেন রেমিট্যান্স। অনেকেই সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ নানা পেশায় সম্পৃক্ত হচ্ছেন।

গ্রিসে বসবাস করছেন প্রায় ৩০ হাজারের মতো বাংলাদেশি। বাঙালি নারীরা যে কর্মোদ্যোগী, তারই চিত্র দেখা যায় গ্রিসের রাজধানী এথেন্সে। বাংলাদেশি অনেক নারী এখানে কেউ স্বামীর সহায়তায় আবার কেউ কেউ নিজ উদ্যোগেই গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। তাদেরই একজন হাসিনা সুলতানা নীলা। ২০১২ সালে গ্রিসে এসে ঈদের কেনাকাটায় বাংলাদেশি কাপড় না পেয়ে তিনি মাত্র ২০০ ইউরো দিয়ে ব্যবসা শুরু করেন। তিনি এখন একজন সফল নারী উদ্যোক্তা।

বাংলা বুটিক হাউজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সদস্য সফল নারী উদ্যোক্তা হাসিনা সুলতানা নীলা জানান, ২০১২ সালে পারিবারিক ভিসায় গ্রিসে আসি। গ্রিসে আসার দুই মাসের মাথায় চলে আসে ঈদ। বাংলাদেশে থাকাকালীন প্রতি ঈদে নিজের ও পরিবারের সবার জন্য দেশীয় পোশাক কেনা ও পরিধান করলেও গ্রিসে এসে বাংলাদেশি পণ্য না পেয়ে হতাশ হয়ে যাই। গ্রিসে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক থাকলেও তখন মেলেনি দেশীয় শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি। এই বিষয়টি আমার মনে অনেক দুঃখ দেয়। আমার মতো অনেক বাংলাদেশিকে দেখতাম দেশীয় পোশাক কিনতে চাইতেন, কিন্তু পাওয়া যেত না।

নারী উদ্যোক্তা হাসিনা সুলতানা নীলা বলেন, সেই দুঃখই একসময় স্বপ্নে পরিণত হয়। স্বামীর সহায়তায় বাংলাদেশ থেকে বাংলাদেশি বিভিন্ন পণ্য এনে বিক্রি করা শুরু করি, প্রথম থেকেই ভালো সাড়া পাই। প্রথমে নিজের বাসা থেকেই পণ্য গুলো বিক্রি করতাম। পরে বাংলাদেশ দূতাবাসের বৈশাখী মেলাসহ গ্রিসের বিভিন্ন মেলায় বাংলাদেশি পণ্য নিয়ে স্টল দিতাম।

এভাবে নীলা ২০১৭ সালে এথেন্সে তিলে তিলে গড়ে তোলেন বাংলা বুটিক হাউস নামের ব্যবসা প্রতিষ্ঠান। মাত্র ২০০ ইউরো দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে আজ সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হাসিনা সুলতানা নীলা।

নীলা বলেন, তখনই নিজেকে সফল মনে হয় যখন গ্রিক, রাশিয়া, শ্রীলঙ্কা, নেপালিসহ অন্যান্য দেশীয় ক্রেতারা আমার প্রতিষ্ঠানে এসে বাংলাদেশি পণ্য ক্রয় করে প্রশংসা করে। আমিও চেষ্টা করি বাংলাদেশি পণ্য সম্পর্কে তাদেরকে ভালো ধারণা দিতে।

নতুন করে উদ্যোক্তা হতে ইচ্ছুকদের উদ্দেশ্যে নীলা বলেন, তাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। কারণ ধৈর্য ছাড়া ব্যবসা করা যাবে না। সৎ এবং পণ্যের মান ভালো হতে হবে, তাহলেই সফলতা একদিন না একদিন আসবেই।

গ্রিসে রেস্তোরাঁ, মিনি মার্কেট, গার্মেন্টস, মানি ট্রান্সফার এজেন্সি, জুয়েলারি দোকান, পোশাকের ব্যবসাসহ বিভিন্ন ধরনের ব্যবসা সামাল দিচ্ছেন নীলার মতো অনেক বাংলাদেশি নারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com