শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

কেন যাবেন থাইল্যান্ডের চিয়াং মাই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কেন যাবেন থাইল্যান্ডের চিয়াং মাই?

খরচের কথা চিন্তা করে অনেকের পক্ষেইই ইউরোপ যাওয়া সম্ভব হয়ে উঠে না। তবে সঠিক ভাবে নির্বাচন করতে পারলে এশিয়াতেই ইউরোপের সৌন্দর্য খুঁজে পাওয়া সম্ভব।

এই যেমন থাইল্যান্ডের চিয়াং মাই। থাইল্যান্ডের কথা মনে আসলেই সবার আগে ব্যাংকক শহরের কথা মাথায় আসে। তবে যারা শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য ব্যাংককটা আসলে সঠিক জায়গা না।
অগণিত মন্দির আর কমলা রঙের পোশাক পরিহিত সন্ন্যাসীদের কোমল হাসি দেখতে হলে আপনাকে বেছে নিতে হবে চিয়াং মাই নামের পুরনো শহরটি। যা ব্যাংকক থেকে ৭০০ কিমি. দূরে অবস্থিত। সাগর থেকে ৩০০ মিটার উঁচু চিয়াং মাই হিমালয়ের পাহাড় দ্বারা বেষ্টিত।

নজর কাড়া মন্দির, নানা সাংস্কৃতিক উৎসব, আলোকিত রাতের ঐতিহ্যবাহী বাজার দেখতে ও পাহাড়ে ট্রেকিং করতে প্রতি বছর ১০ লাখের বেশি পর্যটক আসে এই শহরে। চিয়াং মাই থেকে মাত্র ৪ ঘণ্টার পথ পেরিয়ে ঘুরে আসতে পারেন “পাই” নামের নদীর পাড় ঘেঁষা গ্রাম।

জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে খরচটাও বাড়তে থাকে। তাই সামর্থ্যের বাইরে চলে যাওয়ার আগেই ঘুরে আসুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com