শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

কুয়েতে বৈশাখী উৎসব

  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

কুয়েতে নানা আয়োজনে বৈশাখ উদযাপন করেছে রবীন্দ্র-নজরুল শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুয়েতের ছেবদি অঞ্চলে এ উৎসবের আয়োজন করা হয়। এ সময় গানের তালে তালে আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে বৈশাখী উৎসবে থাকে বাঙালি তরুণীদের নৃত্য পরিবেশনা।

বাঙালির সাজে হাতে চুড়ি, খোঁপায় ফুল দিয়ে সাজে অনেক প্রবাসী নারী। অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতির বিভিন্ন গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।‌ কবিতা আবৃত্তি, বাঁশির সুর আর শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা মুগ্ধ করে প্রবাসীদের। অসংখ্য নারী পুরুষ শিশু কিশোর প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মরুভূমিতে বৈশাখী উৎসবে পরিণত হয়।

নুপুর বিশ্বাস ও আকাশ আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল হাই, বিশেষ অতিথি এক্সচেঞ্জ হাউজ কোম্পানি সংস্থার সভাপতি আবদুল বাতেন, সংগঠনের উপদেষ্টা বাবুল দাস, সংগঠনের উপদেষ্টা কার্তিক বিশ্বাস, সংগঠনের উপদেষ্টা সঞ্জিব দেব। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।

কর্মব্যস্তময় প্রবাস জীবনে এমন অনুষ্ঠান আনন্দ দেওয়ার পাশাপাশি বাংলা সংস্কৃতিকে স্মরণ করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

তারা জানান, যেসব বাঙালির রক্তে-মাংসে মিশে আছে বাংলা সংস্কৃতি, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন তা হৃদয়ে ধারণ করার পাশাপাশি স্মৃতি চারণ করতে ভুলে না। মরুভূমির দেশ কুয়েতে রমনার বটতলা না থাকলেও ‌‌‘এসো হে বৈশাখ এসো এসো’

বাঙালির সংস্কৃতিতে নতুন প্রজন্মকে বেড়ে উঠতে এবং প্রবাসেও বাঙালিয়ানা ধরে রাখতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান আয়োজকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com