বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

কী ভাবে দেশের ধনীতম ব্যক্তি আদানি? সাফল্যের মন্ত্র নিজেই ফাঁস করলেন শিল্পপতি

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩

বর্তমানে গৌতম আদানির মুকুটে রয়েছে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা। শুধুমাত্র ভারত না, গোটা এশিয়া মহাদেশের নিরিখেও গৌতম আদানি রয়েছেন ধনীতম ব্যক্তির শীর্ষে। তবে আজ থেকে 3 বছর আগেও ভারতের বাইরে গৌতম আদানির নাম খুব বেশি ছড়িয়ে পড়েনি। একেবারে উল্কার গতিতেই উত্থান হল গৌতম আদানির। তার এই চমকপ্রদ উত্থানের বা সাফল্যের মন্ত্র কী তা অবশেষে নিজেই খোলসা করেছেন শিল্পপতি গৌতম আদানি। সম্প্রতি, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের সময় আদানি গ্রুপের কর্ণধার এ প্রসঙ্গে মুখ খুলেছেন।

আদানি জানিয়েছেন, তাঁর সমস্ত শিল্প বা ব্যবসা দেখভালের জন্য পেশাদার ও দক্ষ CEO রয়েছেন। সব ব্যবসাগুলির পরিচালনা সেই CEO-রাই করেন। গৌতম আদানি জানান, CEO-দের রোজকার কাজে তিনি মোটেই হস্তক্ষেপ করেন না। ভারতের সর্বাপেক্ষা ধনী ব্যক্তি বলেন, “আমি শুধু সামনের দিকে রাস্তা দেখানো, মূলধন বরাদ্দ করা ও অন্য সকলের কাজ পর্যালোচনা করি। এরফলে আমি এত বড় ও বিস্তৃত ব্যবসা চালানোর পাশাপাশি নতুন ভাবনা করার বা নতুন শিল্প শুরু করার ও সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পাই।”

2022 সাল আদানির জন্য অবিশ্বাস্য বছর

2022 সাল এমনই একটি বছর যে বছরে বিলিয়নের তালিকায় বিরাট পরিবর্তন এসেছে। সেই তালিকায় খোদ পরিবর্তন এনেছেন গৌতম আদানি। চলতি বছরে যেখানে অন্য সব ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ কমেছে, সেখানে একমাত্র শিল্পপতি গৌতম আদানির সম্পত্তির পরিমাণই লাফিয়ে বেড়েছে। এমনকি একসময় বিশ্বের ধনী তালিকাদের তালিকায় দ্বিতীয় স্থানেও পৌঁছে গিয়েছিলেন আদানি।

বর্তমানে ফোর্বসের রিয়েল টাইম লিস্ট অনুযায়ী, আদানি রয়েছেন বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় নম্বর স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ 125 বিলিয়ন ডলার। 2022 সালে তাঁর সম্পত্তি বেড়েছে 33.80 বিলিয়ন ডলার। অন্যদিকে, বর্তমানে ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এলন মাস্ক। তাঁর সম্পত্তির পরিমাণ রয়েছে 139 বিলিয়ন ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com