ঢাকা থেকে বিমানে চড়ে চলে যেতে পারেন কাশ্মির। এজন্য প্রথমে যেতে হবে দিল্লি। দিল্লি থেকে ফের বিমানে চেপে যেতে হবে শ্রীনগর বা কাশ্মির। তবে যদি মনে করেন পাহাড় আর সবুজের সৌন্দর্যে চোখ জুড়াতে জুড়াতে কাশ্মির পৌঁছবেন, তবে সড়কপথ হতে পারে সেরা পছন্দ। এতে বিমানের তুলনায় খরচটাও বেশ কম পড়বে। যদিও সময় লেগে যাবে একটু বেশিই।
কাশ্মির যেতে চাইলে কয়েকটি তথ্য মনে রাখুন-
- কাশ্মির অর্থাৎ শ্রীনগর পর্যন্ত যাওয়ার জন্য সরাসরি ফ্লাইট ধরতে আপনাকে যেতে হবে দিল্লিতে। দিল্লি ছাড়া মুম্বাই, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, আহমেদাবাদ ও অমৃতসর থেকে সরাসরি ফ্লাইট আছে শ্রীনগর তথা কাশ্মিরের। এছাড়া আর কোনও এয়ারপোর্ট থেকে সরাসরি যেতে পারবেন না এখানে।
- সড়কপথে যেতে চাইলে বেনাপোল দিয়ে বর্ডার পার হয়ে কোলকাতা চলে যান। কোলকাতা থেকে প্লেনে বা ট্রেনে দিল্লি হয়ে জম্মু এবং এরপর যেতে হবে কাশ্মির।
- জম্মু থেকে বিমানে করে পৌঁছতে পারেন শ্রীনগর। এতে দ্রুত পৌঁছতে পারবেন। যদিও সড়কপথের সৌন্দর্য দেখার সুযোগ মিলবে না। সড়কপথে জম্মু থেকে ট্যাক্সি বা বাসে শ্রীনগর গেলে উপভোগ করতে পারবেন প্রকৃতি। প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, সময় লাগবে ৮ থেকে ১০ ঘণ্টার মতো।
- পঞ্চগড়ের বাংলাবান্ধা বর্ডার দিয়েও ঢুকতে পারেন। এক্ষেত্রে শিলিগুঁড়ি থেকে ট্রেন বা প্লেনে পৌঁছতে পারবেন জম্মু। হাতে সময় থাকলে দার্জিলিং থেকেও ঘুরে আসতে পারবেন।
- খানিকটা সস্তায় দিল্লির ফ্লাইট ধরতে চাইলে আগরতলা বর্ডার দিয়ে চলে যেতে পারেন। আমরা এ পথেই গিয়েছিলাম। বেশ ভালো ভালো হোটেলও রয়েছে আগরতলায়। আগরতলা থেকে বিমানে দিল্লি, এরপর বিমান অথবা সড়কপথে যেতে পারবেন কাশ্মির।
কাশ্মিরে গিয়ে কোথায় থাকবেন?
- শ্রীনগরে ডাল লেকের আশেপাশে থাকতে চাইলে একটু বেশি ভাড়া গুণতে হবে। তবে দুচোখ ভরে উপভোগ করতে পারবেন লেকের সৌন্দর্য।
- বুকিং ডটকম বা এই ধরনের বুকিং সাইট থেকে বুকিং দিয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে বেশ কিছু বাড়তি টাকা গুণতে হতে পারে আপনাকে।
- সবচেয়ে ভালো হয় গিয়ে দেখেশুনে হোটেল বুক করতে পারলে। হোটেলের মান অনুযায়ী ১০০০ রুপি থেকে শুরু হবে দাম।
নওরিন আক্তার