বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
Uncategorized

কানাডায় ইমিগ্রেশন

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১
Concept of immigration to Canada with the virtual button pressing

অর্থ-বিত্ত,  উন্নত জীবন মানের কারণে কানাডা এখন স্বপ্নের দেশ। এই দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশের অনেকেই স্বপ্ন দেখে। ইমিগ্রেশনের ক্ষেত্রে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। সর্বমোট ১০০ পয়েন্টের মাঝে কমপক্ষে ৬৭ পয়েন্ট হয় ইমিগ্রেশন পেতে হলে।

পয়েন্ট তালিকা ফ্যাক্টর অনুসারে ভাগ করা। নিম্নে ফ্যাক্টরগুলোর বর্ণনা দেওয়া রয়েছে।

ফ্যাক্টর ১:

শিক্ষা: সর্বোচ্চ ২৫ পয়েন্ট

ইউনিভার্সিটি ডিগ্রি

পয়েন্ট

পিএইচডি  অথবা মাস্টার্স এবং কমপক্ষে ১৭ বছরের (পূর্ণকালীন) বা পূর্ণকালীনের সমমান পড়াশোনা

২৫

দুইটি বা তার অধিক বিশ্ববিদ্যালয় ব্যাচেলর ডিগ্রি এবং কমপক্ষে ১৫ বছরের পূর্ণকালীন বা পূর্ণকালীনের সমমান পড়াশোনা

২২

ব্যাচেলর পর্যায়ে ২ বছরের বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং কমপক্ষে ১৪ বছরের পূর্ণকালীন বা পূর্ণকালীনের সমমান পড়াশোনা

২০

ব্যাচেলর পর্যায়ে ১ বছরের বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং কমপক্ষে ১৩ বছরের পূর্ণকালীন বা পূর্ণকালীনের সমমান পড়াশোনা

১৫

ট্রেড বা নন ইউনিভার্সিটি সার্টিফিকেট বা ডিপ্লোমা

তিন বছরের ডিপ্লোমা, ট্রেড সার্টিফিকেট বা শিক্ষানবিশ এবং কমপক্ষে ১৫ বছরের পূর্ণকালীন বা পূর্ণকালীনের সমমান পড়াশোনা

২২

দুই বছরের ডিপ্লোমা, ট্রেড সার্টিফিকেট বা শিক্ষানবিশ এবং কমপক্ষে ১৪ বছরের পূর্ণকালীন বা পূর্ণকালীনের সমমান পড়াশোনা

২০

এক বছরের ডিপ্লোমা, ট্রেড সার্টিফিকেট বা শিক্ষানবিশ এবং কমপক্ষে ১৩ বছরের পূর্ণকালীন বা পূর্ণকালীনের সমমান পড়াশোনা

১৫

ডিপ্লোমা, ট্রেড সার্টিফিকেট বা শিক্ষানবিশ এবং কমপক্ষে ১২ বছরের পূর্ণকালীন বা পূর্ণকালীনের সমমান পড়াশোনা

১২

সেকেন্ডারি স্কুল এডুকেশনাল ক্রেডেনসিয়াল

ফ্যাক্টর ২:

ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষা দক্ষতা: সর্বোচ্চ পয়েন্ট ২৪

  • যদি কেউ ইংরেজি এবং ফ্রেঞ্চ দুইটি ভাষাই অনর্গল বলতে, পড়তে, লিখতে ও শুনতে পারেন তাহলে তিনি ভাষা দক্ষতায় ২৪ পয়েন্ট পান।
  • যদি তেমন না হয় তাহলে প্রথমেই  যে ভাষা ভালো দক্ষতা রয়েছে সে ভাষাকে প্রথম অফিসিয়াল ভাষা হিসেবে ঠিক করতে হয়।
  • ভাষা দক্ষতার পয়েন্ট নির্ধারিত হয় ঐ ভাষায় বলতে পড়তে, লিখতে, শুনতে পারার দক্ষতার উপর নির্ভর করে।

 

ভাষা

পয়েন্ট

প্রথম অফিসিয়াল ভাষা

১৬

দ্বিতীয় অফিসিয়াল ভাষা

 

স্কিল

বিবরণ

উচ্চ দক্ষতা

কর্মক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্রে কার্যকর ভাবে যোগাযোগে সক্ষম, খুব ভালোভাবে বলতে, শুনতে, পড়তে, লিখতে পারা বুঝায়।

অল্প দক্ষতা

এই ভাষায় যোগাযোগ করতে পারা এবং অধিকাংশ ক্ষেত্রে নিজে বুঝতে পারা, বলতে, শুনতে, পড়তে ও লিখা পারাকে বুঝায়।

বেসিক/ দক্ষতা নেই

এই ভাষা খুব সামান্যই দক্ষতা রয়েছে এবং এই ভাষায় সামাজিক যোগাযোগ করতে কষ্ট হয়।

 

ভাষা দক্ষতার পয়েন্ট

দক্ষতা

পয়েন্ট

প্রতিটি দক্ষতার জন্য টেস্ট রেজাল্ট

স্পিকিং

লিসেনিং

রিডিং

রাইটিং

উচ্চতা

৬.৫-৯.০

৭.৫-৯.০

৬.৫-৯.০

৬.৫-৯.০

অল্প

৫.৫-৬.০

৫.৫-৭.০

৫.০-৬.০

৫.৫-৬.০

বেসিক

৪.০-৫.০

৪.৫-৫.০

৩.৫-৪.৫

৪.০-৫.০

দক্ষতা নেই

৪.০ এর কম

৪.৫ এর কম

৪.৫ এর কম

৪.০ এর কম

 

প্রথম ভাষা (সর্বোচ্চ ১৬) ইংলিশ

স্পিক

লিসেন

রিড

রাইট

উচ্চ দক্ষতা

অল্প দক্ষতা

বেসিক দক্ষতা

১ থেকে ২

১ থেকে ২

১ থেকে ২

১ থেকে ২

দক্ষতা নেই

 

দ্বিতীয় ভাষা (সর্বোচ্চ ৮) ফ্রান্স

স্পিক

লিসেন

রিড

রাইট

উচ্চ দক্ষতা

অল্প দক্ষতা

বেসিক দক্ষতা

১-২

১-২

১-২

১-২

দক্ষতা নেই

 

ফ্যাক্টর ৩:

কাজের অভিজ্ঞতা: সর্বোচ্চ ২১ পয়েন্ট

  • শুধুমাত্র ১ জুলাই, ২০১১ ইং তারিখে বা পরবর্তী সময়ে গৃহীত আবেদনপত্রের ক্ষেত্রে এই শর্তাবলী কার্যকর হয়। ১ জুলাই, ২০১১ এর পূর্বে গৃহীত আবেদনপত্রের ক্ষেত্রে সে সময়ে কার্যকর নিয়মাবলী প্রযোজ্য হয়। কানাডা/ কানাডিয়ান/ অভিবাসন/ ইমিগ্রেশন পয়েন্ট পদ্ধতিতে গত দশ বছরের ভিতর ব্যবস্থাপনা, পেশাগত অথবা উচ্চ দক্ষতাসম্পন্ন কাজের ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মূল্যায়ন করা হয়। এই পয়েন্ট বন্টনগুলো স্কিল টাইপ ও স্কিল টাইপ এ অথবা স্কিল টাইপ বি হিসাবে তালিকাভুক্ত। যাদের নিম্নোক্ত যে কোন একটি বা একাধিক পেশায় ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা দক্ষ কর্মী হিসাবে বিবেচিত হয়।

 

কাজের অভিজ্ঞতা (বছর)

২৩

৪+

পয়েন্ট

১৫

১৭

১৯

২১

 

ফ্যাক্টর ৪:

বয়স: সর্বোচ্চ ১০ পয়েন্ট

 

বয়স

পয়েন্ট স্কোর

১৬ বা এর কম

১৭

১৮

১৯

২০

২১-৪৯

১০

৫০

৫১

৫২

৫৩

৫৪ বা এর বেশী

 

কাজের অভিজ্ঞতা: সর্বোচ্চ ২১ পয়েন্ট

 

০৬৩১ রেস্টুরেন্ট এন্ড ফুড সার্ভিস ম্যানেজার

০৮১১ প্রাইমারী প্রোডাকশন ম্যানেজার (একসেপ্ট এগ্রিকালচার)

১১২২ ম্যানেজমেন্ট প্রফেশনাল বিজনেস সার্ভিস

১২৩৩ ইনস্যুরেন্স এডজাস্টারস এন্ড ক্লেইমস এক্সামিনার্স

২১২১ বায়োলজিস্ট এন্ড রিলেটেড সায়েন্টিস্ট

২১৫১ আর্কিটেকস্

৩১১১ স্পেশালিস্ট ফিজিশিয়ান্স

৩১১২ জেনারেল প্রাকটিশনার্স এন্ড ফ্যামেলী ফিজিশিয়ান্স

৩১১৩ ডেন্টিস্ট

৩১৩১ ফার্মাসিস্ট

৩১৪২ ফিজিওথেরাপিস্ট

৩১৫২ রেজিস্টার্ড নার্স

৩২১৫ মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট

৩২২২ ডেন্টাল থেরাপিস্ট

৩২৩৩ লাইসেন্সড প্রাকটিক্যাল নার্সেস

৪১৫১ সাইকোলজিস্টেস

৪১৫২ সোস্যাল ওয়ার্কার

৬২৪১ শেফস

৬২৪২ কুকস

৭২১৫ কন্ট্রাকটরস এন্ড সুপারভাইজরস, কাপেন্ট্রি

৭২১৬ কন্ট্রাকটরস এন্ড সুপারভাইজরস, ট্রেডস

৭২৪১ ইলেকট্রিশিয়ানস

৭২৪২ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানস

৭২৫১ প্লামবার্স

৭২৬৫ ওয়েল্ডার এন্ড রিলেটেড মেকানিক অপারেটরস

৭৩১২ হেভি-ডিউটি ইকুইপমেন্ট মেকানিকস

৭৩৭১ ক্রেন অপারেটরস

৭৩৭২ ড্রিলার্স এন্ড ব্লাস্টার্স

৮২২২ সুপারভাইজরস, ওয়েল এন্ড গ্যাস ড্রিলিং এন্ড সার্ভিস

  • যখন একজন প্রার্থী উপরের যে কোন পেশার সাথে সংশ্লিষ্ট থাকেন তখন তিনি তার পয়েন্ট স্কোর যাচাই করে নিতে পারেন। ১ বছরের কাজের অভিজ্ঞতার জন্য ১৫ পয়েন্ট বরাদ্দ থাকে। পরবর্তী অতিরিক্ত প্রতি ১ বছরের জন্য ২ পয়েন্ট করে যোগ হয় এবং এভাবে একজন প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ২১ পয়েন্ট স্কোর করা সম্ভব।

 

ফ্যাক্টর ৫:

অ্যারেঞ্জড এমপ্লয়মেন্ট (সংস্থানকৃত চাকুরী): সর্বোচ্চ ১০ পয়েন্ট

যদি কেউ কানাডা মানব সম্পদ উন্নয়ন (Human Recourse Development  Canada-HRDC) কর্তৃক স্বীকৃত এমন একটি চাকুরীর অফার লাভ করে যেখানে স্থানীয় শ্রমবাজার থেকে কর্মচারী নিয়োগদান সম্ভব নয়, তবে তিনি কানাডা ইমিগ্রেশন পয়েন্ট সিস্টেমে ১০ পয়েন্ট লাভ করেন।  অবশ্যই এই চাকুরী করতে সমর্থ হতে হয়। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে লাইসেন্স ও নিয়ন্ত্রক শর্তসমূহ পূরণ করতে হয়।

মনে রাখতে হয় নিয়োগদাতাই HRDC এর নিকট আবেদন করে। যদি কেউ ইতোমধ্যেই কানাডায় চাকুরীতে নিযুক্ত থেকে থাকে। তাহলেও কিছু কিছু ক্ষেত্রে প্রার্থী এই দশ পয়েন্ট লাভ করতে পারে।

 

HRDC- চাকুরীর নিশ্চিত ও স্থায়ী অফার

১০

যদি প্রার্থী একটি সাময়িক ওয়ার্ক পারমিটসহ কানাডায় থাকে এবং নিম্নোক্ত বিষয় সমূহে প্রমাণ করতে পারেন:

আপনার চাকুরী নির্দিষ্ট সেক্টরের কনফার্মেশন সহ HRDC কর্তৃক বৈধতা লাভ করে।

১০

প্রার্থীর চাকুরী HRDC মূল্যায়নের আওতাভুক্ত নয়, কারণ এই চাকুরী আন্তর্জাতিক কোন চুক্তির (যেমন: নাফটা) আওতাধীন অথবা এর ফলে কানাডা উল্লেখযোগ্য ভাবে লাভবান হচ্ছে (যেমন: আন্তঃ কোম্পানী বদলীকৃত কর্মচারী)

১০

 

ফ্যাক্টর ৬:

উপযোজন (সর্বোচ্চ ১০ পয়েন্ট)

নিচের তালিকা অনুযায়ী প্রার্থী সর্বোচ্চ ১০ পয়েন্ট লাভ করতে পারে।

প্রার্থীর বৈধ সঙ্গীর শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক স্কুল (হাই স্কুল) ডিপ্লোমা অথবা অনধিক

ন্যূনতম ১/২ বৎসরের উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং সর্বমোট ন্যূনতম ১৩ বৎসরের শিক্ষাজীবন

ন্যূনতম ৩ বৎসরের উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং সর্বমোট ১৫ বৎসরের শিক্ষাজীবন

ন্যূনতম ৩ টি বিশ্ববিদ্যালয় ডিগ্রী এবং কমপক্ষে ১৫ বৎসরের শিক্ষা জীবন

স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রীধারী এবং ন্যূনতম ১৭ বৎসরের শিক্ষাজীবন

যদি প্রার্থীর বৈধ সঙ্গী কানাডায় পড়শোনা করে থাকে অনধিক ২ বৎসরের উচ্চ মাধ্যমিক শিক্ষা

যদি ১৭ বছর বয়স থেকে কানাডায় অন্তত: ২ বৎসরের উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপন করা হয়

যদি প্রার্থী অথবা তার বেধ সঙ্গী কানাডায় কাজ করে থাকেন

অনধিক ১ বৎসরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা

যদি ন্যূনতম ১ বৎসরর কানাডায় পূর্ণকালীন কাজ করে থাকে

যদি প্রার্থী বা তার আইনগত বৈধ সঙ্গীর পরিবার কানাডায় থাকে

যদি না থাকে

যদি মা/বাবা, দাদা/দাদী, ফুফু, খালা, মামা, ভাই, বোন, সন্তান, নাতী/ নাতনী কানাডার নাগরিকে বা স্থায়ী বসবাসকারী হয়ে থাকে।

অ্যারেঞ্জড এমপ্লয়মেন্ট

থেকে না থাকলে

যদি প্রার্থী ইতোমধ্যেই এই অ্যারেঞ্জড এমপ্লয়েমেন্ট ফ্যাক্টরের আওতায় পয়েন্ট লাভ করে থাকে

 

একনজরে পয়েন্ট তালিকা

 

ফ্যাক্টর

সর্বোচ্চ পয়েন্ট

বয়স

১০

শিক্ষা

২৫

ভাষা দক্ষতা

২৪

কাজের অভিজ্ঞতা

২১

অ্যারেঞ্জড এমপ্লয়েড

১০

উপজোজন

১০

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com