রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

কানাডার অর্থনীতিতে মন্দাভাব পড়েছে

  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

শুক্রবার (২ আগস্ট) পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটিকস কানাডার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, কানাডার আবাসন খাতে কমেছে বিনিয়োগ। পাশাপাশি রফতানি ও নাগরিকদের দৈনন্দিন খরচ কমেছে। ফলে অর্থনীতিতে দেখা দিয়েছে মন্দাভাব। বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আর গত জুলাইয়ে প্রবৃদ্ধি ছিল প্রায় শূন্যের কোঠায়।

এর আগে বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল ব্যাংক অব কানাডা। তবে বিশ্লেষকরা জানিয়েছিলেন, দ্বিতীয় প্রান্তিকে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

এদিকে চলতি বছরের মে মাসের তুলনায় জুনে দেশটিতে কমেছে জিডিপির পরিমাণ। জিডিপি কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।

কানাডার অর্থনীতির এমন পরিস্থিতিতে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা কাটাতে কেন্দ্রীয় ব্যাংককে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নর্থ আমেরিকান ইকোনমিস্ট ফর ক্যাপিটাল ইকোনমিকসের উপ-প্রধান স্টেফেন ব্রাউন বলেন, ‘কানাডা এরই মধ্যে মাঝারি ধরনের অর্থনৈতিক মন্দায় পড়েছে। এ পরিস্থিতিতে আগামী সপ্তাহে ব্যাংক অব কানাডা সুদের হার অপরিবর্তিত রাখবে কি না, তা নিয়ে কিছুটা সন্দেহ দেখা দিয়েছে।’

https://inews.zoombangla.com/?p=2102886&preview=true

আর বিএমও ক্যাপিটাল মার্কেটসের প্রধান অর্থনীতিবিদ ডগ পোর্টার বলেন, ‘বছরের তৃতীয় প্রান্তিকেও অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি আনতে কানাডাকে বেগ পেতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com