শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

কানাডায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চলছে ঈদ মেলা

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রবাসীদের কেনাকাটা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে তিন দিনব্যাপী ঈদ মেলা চলছে।

মেলার প্রথমদিনে ছিল বাহারি রঙের শাড়ি, বিভিন্ন ধরনের পোশাকের স্টল ও জুয়েলারিসহ আকর্ষণীয় বিভিন্ন পণ্যের স্টল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র, সহ-সভাপতি সাইফুল আলম মিশন, ইকবাল রহমান ও কাজী জুনায়েদসহ অন্যরা।

মেলায় বিভিন্ন ব্যবসায়ীদের ছিল নতুন নতুন কালেকশন। এর মধ্যে ছিল নারীদের শাড়ি, কাপড় ও সালোয়ার কামিজের পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া। ছোট বাচ্চাদের জন্যও ছিল নানা ধরনের দেশীয় পোশাক। মেলায় কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করছেন একে অপরের সঙ্গে। অনেক স্টলেই ক্রেতাদের জন্য উপহারের পাশাপাশি ছিল ডিসকাউন্টেরও বিশেষ ব্যবস্থা।

আয়োজকরা জানান, ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে প্রবাসীরা যেন মেলা থেকে তাদের পছন্দের পোশাকসহ সাজসজ্জার সবকিছুই কিনতে পারেন। বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানের তৈরিপোশাকও স্থান পেয়েছে মেলায়।

মেলা চলবে আগামী ২৫শে জুন পর্যন্ত। ঈদ মেলার সার্বিক সহযোগিতায় ছিল রাহাত মাহমুদ, মেহেদী হাসান রনি, সঞ্জীব কর্মকার ও সংগঠনের অন্যান্য নেতারা।

অন্যদিকে, পবিত্র ঈদুল আজহায় কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। যদিও কোরবানির জন্য কোনো পশুর হাটের ব্যবস্থা নেই এখানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com