সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

কানাডায় নির্বাসনের অপেক্ষায় ৫ লাখ অবৈধ অভিবাসী

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) জানিয়েছে, ৪ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন অবৈধ অভিবাসী প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে নিখোঁজ বা কানাডা ছেড়ে অন্য কোনো দেশে চলে গেছে বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংখ্যা ২৯ হাজার ৭৩১ জন। তারা কোথায় আছে তা শনাক্তও করা যাচ্ছে না, যাদের মধ্যে ২১ হাজার ৩২৫ জনই অন্টারিও প্রদেশের। ইমিগ্রেশন সার্ভিসেস তাদের খুঁজছেন, অন্যদিকে বর্ডার সার্ভিস এজেন্সি তাদের অবস্থান জানতে পারছে না।

ফোর্ট ম্যাকমুরে-কোল্ড লেকের এমপি লায়লা গুডরিজের একটি প্রশ্নের জবাবে কানাডা সিবিএসএ এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক কানাডিয়ান অভিবাসী তথ্য অনুযায়ী, আগামী দুই বছরে ২৪ লাখ মানুষের ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাদের অনেকেই ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় এসেছে। কানাডার সরকার মনে করে, যারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ভিসায় দেশটিতে এসেছেন, স্বেচ্ছায় আবার তারা ফিরে যাবে।

কানাডাকে বলা হয় অভিবাসীদের দেশ। কানাডার বেশিরভাগ জনসংখ্যাই বিভিন্ন দেশ থেকে এসে বসতি স্থাপন করেছে। অধিকাংশই অভিবাসী হওয়া সত্ত্বেও কানাডার নাগরিকদের অভিবাসীদের প্রতি মনোভাব দিন দিন পাল্টে যাচ্ছে।

অ্যাসোসিয়েশন অফ কানাডিয়ান স্টাডিজ নামে একটি অর্গানাইজেশনের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সিংহভাগ কানাডিয়ান মনে করে, অবৈধভাবে দেশটিতে যারা বসবাস করছে, তাদের দ্রুত গণহারে বের করে দেওয়া উচিত। জরিপে দেখা গেছে ৪৮ শতাংশ লোক বলেছে, অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া উচিত। একই জরিপে দেখা গেছে ৬৫ শতাংশ লোক মনে করে- কানাডা বেশি পরিমাণে অভিবাসীদের দেশটিতে প্রবেশের সুযোগ দিয়েছে, এটি কমানো উচিত।

জরিপের উদ্দেশ্য ছিল- নানা কারণে বিভিন্ন সময়ে সম্প্রতি কানাডায় প্রচুর অভিবাসী বেড়েছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক আশ্রয় প্রার্থী, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিটর ভিসা উল্লেখযোগ্য। অনেক সময় দেখা গেছে, এসব ভিসায় এসে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তারা আর ফেরত যায়নি। বিভিন্ন ইস্যুতে দেশটিতে থেকে যাওয়ার দাবি জানাচ্ছে।

অন্যদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার একটি প্রভাবও কানাডাতে এসে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ থেকে অবৈধ সকল অভিবাসীদের অবশ্যই বের করে দেওয়া হবে। কিন্তু কানাডিয়ান রাজনীতিবিদরা অবৈধভাবে আসা অভিবাসীদের বের করে দেওয়ার পক্ষে না। তারা চান, নিয়মতান্ত্রিক উপায়ে যে অভিবাসী প্রক্রিয়া রয়েছে সেভাবেই সেটা তারা করতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com