বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

কানাডায় কীভাবে আসবেন

  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

কানাডায় আসার রাস্তা খোলা আছে!

এক সময় কানাডায় এসে স্থায়ী হওয়ার রাস্তা অনেক খোলা ছিল। ইমিগ্রেশনের আবেদন ছাড়াও আরো যেসব ওয়ে ছিল যেমন ধরেন,

  1. স্টুডেন্ট ভিসা 2. ওয়ার্ক পারমিট বা temporary foreign worker 3. ভিজিট ভিসা 4. asylum.

এসব পদ্ধতিগুলোকে যতটা পারা যায় মিসইউজ করা হয়েছে। কথায় বলে না লেবু বেশি চটকালে তিতা হয়ে যায়? ঠিক কানাডায় এসে স্থায়ী হওয়ার সকল ওয়েকে এক রকম বেইজ্জত করা হয়েছে বলা যায়। আপনারা তো বলবেন কেমন করে ব্যাখ্যা করেন তো দেখি। স্টুডেন্ট ভিসা।

সরকার স্টুডেন্ট পারমিট দিয়েছিল আগে অনেক বেশি। এই ভিসায় এসে পরে স্থায়ী হওয়া যেত। সেইজন্য পৃথিবীর সব দেশের থেকে অসংখ্য স্টুডেন্ট এসেছে পড়তে। বিশেষ করে ইন্ডিয়ান স্টুডেন্ট ছাড়া অন্যদের দেখা পাওয়া মুশকিল। এরা যে কোনো একটা বিষয়ে এডমিশন নিয়ে যে কোনো একটা কলেজে ভর্তি হয়েছিল। উদ্দেশ্য ছিল PR. কোনো রকম পড়াটা শেষ করে  যে কোনো একটা কাজ করায় ব্যস্ত ছিল। কিন্তু সরকার চেয়েছেন কানাডায় সব জেনুইন স্টুডেন্ট আসুক। তারা দেশের জন্য skilled কাজ করুক। কিন্তু বেশিরভাগ সেসব করে নি। সেই জন্য সরকার একেবারে লাগাম ধরে টান দিয়েছেন। স্টুডেন্ট সংখ্যা নেওয়া কমিয়ে দিয়েছেন। 2025 সালে আরো কম নেওয়া হবে। যারা আছে তাদেরও পয়েন্টস মিট না হওয়ায় দেশে পাঠিয়ে দিচ্ছেন।

ওয়ার্ক পারমিট ও ভিজিট ভিসা: জব অফারের মাধ্যমে কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে আসার সুযোগ ছিল। কিংবা কানাডায় ভিজিট ভিসায় এসে যদি LMIA (Labour Market Impact Assessments) এপ্রুভড জব অফার পেলে ওয়ার্ক পারমিটে কাজ করে PR এর জন্য আবেদন করা যেত।

কিন্তু এখানেও হয়েছে মিসইউজ। অনেকেই দেশ থেকেই দালালের মাধ্যমে LMIA এপ্রুভড দেখিয়ে কানাডায় জব অফার নিয়ে এসেছে। আবার অনেকেই ভিজিট ভিসায় এসে একদম ভুয়াভাবে LMIA দেখিয়ে ওয়ার্ক পারমিট নিয়েছে। পরে তারা কাজ খুঁজে বেড়িয়েছে ওয়ার্ক পারমিট দেখিয়ে। কিন্তু কথা আগে জব অফার পাবে LMIA এপ্রুভডসহ তারপর ওয়ার্ক পারমিট। কিন্তু হয়েছে সব উল্টো। তাই সরকার সরাসরি বলেছেন এটা মিসইউজ হচ্ছে। ফলে কী হয়েছে শুনুন।

“Labour Market Impact Assessments (LMIAs) Refusals in High Unemployment Areas: Starting September 26, the government will no longer process LMIAs for the Low-Wage stream of the TFWP in CMAs where the unemployment rate is 6% or higher.”

এটার মানে হলো, কানাডায় যেসব এরিয়ায় হাই unemployment রেট আছে সেখানে LMIA বা বিদেশি ওয়ার্কার নেওয়া হবে না। কানাডা ভাবছে নিজের দেশের মানুষই কাজ পায় না তো ফরেন ওয়ার্কার। এরকম একটা বিষয় বুঝেছেন? কানাডায় তো সব জায়গাতে unemployment রেট বেশি। তাহলে গেল এই আরেকটা পথ বন্ধ হয়ে।

ভিজিট ভিসা: এই ভিসার তো সবচেয়ে বেশি ইজ্জত নষ্ট করা হয়েছে। সকল শ্রেণীর মানুষ এই ভিসায় এসে আসল উদ্দেশ্য ঘোরাফেরা না করে থেকে যাওয়ার পথ খুঁজেছে।

একদল করেছে কী ভুয়া LMIA এপ্রুভ জব ম্যানেজ করে ওয়ার্ক পারমিট নিয়েছে আগেই তো বলেছি। আরেকদল করেছে সরাসরি asylum seek.

এমতাবস্থায় সরকার করেছেন কী ভিজিট ভিসায় এসে যে ওয়ার্ক পারমিট পাওয়া যেত বা বন্ধ করে দিয়েছেন। সে রাস্তাও এখন বন্ধ।

আবার যারা মিথ্যা বলে asylum নিয়েছে তাদের কোনো গ্যারান্টি নেই। অনেকেই দালালের মাধ্যমে এসে সকল অর্থ নষ্ট করে এদেশে ঘুরে বেড়াচ্ছে। কোনো কাজ নেই।

এখন যারা নিজেদের যোগ্যতার ওপর ভিত্তি করে ইমিগ্রেশনের জন্য আবেদন করবেন তাদের জন্য ভালো হবে। যদিও সেখানেও কম রেসপন্স করা হচ্ছে।

যদি আবেদন করেন:

এডুকেশন : মাস্টার্স বা higher

বয়স : 18-35 এর মধ্যে

ওয়ার্ক অভিজ্ঞতা 3 এর ওপরে  হলে ভালো। 10 years বেশি পয়েন্টস।

লেঙ্গুয়েজ: IELTS এর সর্বোচ্চ স্কোর ভালো হবে। French language এ বেনিফিটস আছে।

spouse এর এডুকেশন : স্পাউস মাস্টার্স হলে পয়েন্ট পাওয়া যাবে।

কানাডায় fast blood রিলেটিভ থাকবে কিছু পয়েন্টস পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com