শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

কাতারে প্রবাসী নারী উদ্যোক্তাদের গ্রীষ্মকালীন পণ্য মেলা

  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

কাতারের আল ওয়াকরাহ রয়েল প্যালেস হোটেলের হল রুমে শুরু হয়েছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন পণ্য মেলা। বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৫টায় মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

কাতারে প্রবাসী নারী উদ্যোক্তারা কাজ শুরু করেছেন সম্প্রতি। মেলা পরিদর্শন শেষে তিনি নারী উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরুন নিছার সভাপতিত্ব ও খাদিজা শিলা সভা পরিচালনা করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ নাছির উদ্দীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা পিংকি চৌধুরী, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, সাংবাদিক এম এ সালাম, ব্যবসায়ী সাইফুল ইসলাম সাগর প্রমুখ।

দুই দিনব্যাপি হবে গ্রীষ্মকালীন উৎসব ও বাংলাদেশি পণ্যের মেলা। বৃহস্পতিবার বিকাল থেকেই শুরু হওয়া এ মেলা চলবে স্থানীয় সময় শুক্রবার বিকাল থেকেই রাত ১১টা পর্যন্ত।

মেলায় শাড়ি, জুতা, ব্যাগ, গয়না, বাচ্চাদের কাপড়, কসমেটিক, ঘর সাজানোর সামগ্রী, খাবারের স্টল, বাংলাদেশের আম, কাঁঠাল, আনারসের দোকান সাজিয়ে বসেছেন প্রবাসী নারী উদ্যোক্তারা। মেলায় ভালো সাড়া পাবেন বলে আশা করছেন তারা।

মেলায় পাওয়া যাচ্ছে জামদানি, ঢাকাই বেনারসি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁত ও কাতান শাড়ি। পাশাপাশি পুরুষদের প্যান্ট, টি-শার্টসহ আরও অনেক পণ্যের সমাহার ঘটেছে মেলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com