শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

কলকাতার বাড়তি পাওনা, এই জায়গায় তৈরি হচ্ছে আরও একটি Skywalk

  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

কলকাতা (Kolkata) শহরে তৈরি হচ্ছে আরও একটি স্কাইওয়াক (Skywalk)। দক্ষিণেশ্বরে (Dakshineswar) স্কাইওয়াক তৈরি হয়েছে বছর কয়েক আগে। চলছে কালীঘাটে (Kalighat) স্কাইওয়াক তৈরির কাজ। এবার আরও এক স্কাইওয়াক পাবে শহরবাসী। EM বাইপাসে রুবি ক্রসিংয়ে তৈরি হচ্ছে নতুন এক স্কাইওয়াক। বৃত্তাকার এই স্কাইওয়াক অনেকটা বিশ্ববঙ্গ গেটের ধাঁচে গড়ে তোলা হবে। তবে উচ্চতা অনেকটাই কম।

এটি কোনো রেস্তোরাঁ নয়। এটি একটি ফুট ওভারব্রিজ হিসাবে গড়ে তোলা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের এই বৃত্তাকার রাস্তার মাধ্যমে পথচারীদের যাতায়াতে সুবিধা হবে। এই নির্মাণের তদারকি করবে KMDA কর্তৃপক্ষ। মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের ভায়াডাক্টের ঠিক নিচে এই স্কাইওয়াক থাকবে।

এই নতুন স্কাইওয়াকে (Skywalk) মোট চারটি অ্যাক্সেস পয়েন্ট থাকবে। সিঁড়ি ছাড়াও, তিনটি লিফট এবং আটটি এসকেলেটর থাকবে। প্রতি কোণে দু’টি করে। একটি উপরে এবং অন্যটি নিচে নামার জন্য। ক্রসিংয়ের উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের সঙ্গে ওয়াকওয়েকে যুক্ত করারও পরিকল্পনা রয়েছে।

জানা গিয়েছে, রুবি হাসপাতালের মোড়ের কাছে তৈরি হচ্ছে নতুন এই স্কাইওয়াক। ওই মোড়ের কাছেই তৈরি হয়েছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন (Metro station)। সেই মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত রেখে তৈরি করা হবে এই স্কাইওয়াক (Skywalk)। মেট্রো স্টেশন থেকে যে সমস্ত যাত্রীরা নামবেন তাঁদের কথা মাথায় রেখেই মূলত এই স্কাইওয়াক তৈরি হচ্ছে। এক KMDA আধিকারিক বলেছেন, এই নির্মাণের ফলে নিত্যযাত্রীদের অত্যন্ত সুবিধা হবে। রাস্তা পারাপারের সময়ে যানজট, দুর্ঘটনার সম্ভাবনাও কমবে। পথচারীদের যাওয়া আসার সুবিধেও বাড়বে।

গুরুত্বপূর্ণ এই জায়গা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করেন বহু মানুষ। অনেকেই এখানে বাস বা অটো ধরার জন্য অপেক্ষা করেন। ওই মোড়ে চার দিকে আসা রাস্তার সংযোগস্থল থাকায়, একসঙ্গে অনেক গাড়িও যাতায়াত করে। ফলে রাস্তা পারাপারে ঝুঁকি থাকে। তাই যাত্রী বা পথচারীরা যাতে রাস্তা ব্যবহার না করে এপার থেকে ওপার যাওয়ার জন্য স্কাই ওয়াক ব্যবহার করেন, তাই এই পরিকল্পনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com