বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

কলকাতায় তৈরি হচ্ছে আরও একটি স্কাইওয়াক

  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কলকাতার (kolkata) বুকে তৈরি হচ্ছে আরও একটি স্কাইওয়াক (skywalk)। এই স্কাইওয়াক গড়ে তোলা হচ্ছে কিছুটা বিশ্ববঙ্গ গেটের ধাঁচে। তবে এটি উচ্চতায় বেশ কিছুটা কম থাকবে বিশ্ববঙ্গ গেটের থেকে। শুধু তাই নয়, এখানে থাকবে না কোন রেস্তোরাঁও। শুধুমাত্র পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য গড়ে তোলা হবে এই ফুট ওভারব্রিজ।

জানা গিয়েছে, EM বাইপাসে রুবি ক্রসিংয়ে প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের এই বৃত্তাকার রাস্তা তৈরি করতে খরচ পড়তে পারে প্রায় ৫০ কোটি টাকা। KMDA কর্তৃপক্ষের তদারকিতে মোট চারটি অ্যাক্সেস পয়েন্ট বিশিষ্ট এই স্কাইওয়াক তৈরি করা হবে মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের ভায়াডাক্টের ঠিক নিচে।

img 20230408 125231

এই কাজ শুরু করার প্রথমেই করতে হবে KMC-র বড় জলের পাইপলাইন স্থানান্তরিত করার কাজ। তারপর স্কাইওয়াকের পিয়ার তৈরি করার জন্য পাইলিং করা হবে। তবে কাঠামো শুরু করার আগে ভূগর্ভস্থ পাইপ, তার সরানোর কাজ সেরে নিতে হবে। জানিয়ে রাখি, এই স্কাইওয়াক তৈরি করার বরাতপ্রাপ্ত সংস্থা এই স্কাইওয়াকের কাঠামো তৈরি করে আগামী ২০ থেকে ৩০ বছর ধরে এই রক্ষণাবেক্ষণের কাজ করবে বলে জানা গিয়েছে।

img 20230408 125152

এই স্কাইওয়াকের তিনটি লিফট, আটটি এসকেলেটর এবং একটি সিঁড়ি থাকবে। প্রতিটি কোণে দুটি করে এসকেলেটর থাকবে, যা একটি নামার জন্য এবং একটু উপরে ওঠার জন্য ব্যবহার করা হবে। এখানেই শেষ নয়, ক্রসিংয়ের উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের সঙ্গে এই স্কাইওয়াককে যুক্ত করার কথাও ভাবা হচ্ছে।

img 20230408 125218

এবিষয়ে KMDA আধিকারিক জানিয়েছেন, ‘এই স্কাইওয়াকে তৈরি হয়ে গেলে নিত্যযাত্রীদের আর যানজট এবং দুর্ঘটনার মুখোমুখি হতে হবে না। পথচারীদের সুবিধার কথা মাথায় রেখেই, এখানে একাধিক গেট রাখা হয়েছে’। তবে এসবের মধ্যে আবার অনেকেই মেট্রো স্টেশনের ঠিক পাশেই এই স্কাইওয়াক তৈরি করা নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্যও করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com