সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

কর্ণাটকের সেরা দর্শনীয় স্থান

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

বন-জঙ্গল, পাহাড়-পর্বত, গুহা, সমুদ্রসৈকত, জলপ্রপাত, হ্রদ, মন্দিরসহ আরও অনেক দর্শনীয় স্থানের জন্য ভারতের কর্ণাটক প্রদেশ বেশ জনপ্রিয়। এ অঞ্চলের মনোমুগ্ধকর প্রকৃতি বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুদের গভীর মায়ায় আচ্ছন্ন করে রাখে। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানে রয়েছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এ প্রদেশ নিয়েই আজকের আয়োজন-

বেঙ্গালুরু

রঙিন শহর বেঙ্গালুরু। ২০১১ সালে ভারতের আদমশুমারি অনুযায়ী শহরটিতে ৮ মিলিয়ন মানুষ বসবাস করেন। ৩০০ একরের কিউবন পার্ক, মহীশুরের হায়দার আলীর শাসনামলে ১৭৬০ সালে নির্মিত লালবাগ বোটানিক্যাল গার্ডেন, বানারঘাটা ন্যাশনাল পার্ক, ফ্রিডম পার্ক, লুম্বিনি গার্ডেন, বেঙ্গালুরু প্যালেস, টিপু সুলতানের বাসভবন, ইসকন মন্দিরসহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে শহরটিতে।

কুর্গ

কর্ণাটকের কুর্গ শহরকে ‘ভারতের স্কটল্যান্ড’ বলা হয়। নাগোরহোল ন্যাশনাল পার্ক এখানকার প্রণিধানযোগ্য দর্শনীয় স্থান। বাইলাকুপে আশ্রম শহরটির অন্যতম বড় স্থাপনা হিসেবে সমাদৃত। পাহাড়ের ভেতর মনোমুগ্ধকর জলপ্রপাত দেখার জন্য বেশিরভাগ দর্শনার্থীকে শহরটিতে ভ্রমণ করতে দেখা যায়।

হাম্পি

জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থাপনা হিসেবে স্বীকৃত কর্ণাটকের হাম্পি শহর। বিজয়নাগরা সাম্রাজ্যের বহু স্থাপনাও এ শহরে রয়েছে। এছাড়া প্রায় ৫০০ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এখানে। এর মধ্যে মানকি মন্দির, ভিরুপক্ষ মন্দির, প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও বিজয় ভাটালা মন্দির উল্লেখযোগ্য।

বাদামি

কর্ণাটকের বাদামি শহর জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থাপনা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। বিশেষ করে বাদামি দুর্গ, বুদ্ধ-গুহা ও ভূতনাথ মন্দিরের জন্য জনপ্রিয়। দুর্গা মন্দির, ল্যাড খান মন্দির ও আইহোলের প্রত্নতাত্ত্বিক মন্দিরে ইতিহাস-সচেতন দর্শনার্থীরা ভ্রমণ করেন। বিশেষভাবে আকর্ষণীয় স্থান ভিরুপক্ষ মন্দির, পাপানাথ মন্দির গলগনাথ আশ্রম।

ক্যাবিনি

ক্যাবিনি নদীর তীরে অবস্থিত শহরটি। ছবির মতো শহরটি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। নদীতে নৌকায় করে ঘোরার সুযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এখানে ভ্রমণ করেন দর্শনার্থী। নৌকায় বসেই রয়েছে ছবি তোলার সুযোগ।

জগ জলপ্রপাত

ভারতের অন্যতম বড় জলপ্রপাত এটি। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসার জন্য মুখিয়ে থাকেন। জগ জলপ্রপাত প্রকৃতি প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয় দর্শনার্থীদের চুম্বকের মতো টানে।

ম্যাংগালুরু

কর্ণাটকের উল্লেখযোগ্য সমুদ্রসৈকত ম্যাংগালুরু। সমুদ্র প্রেমী মানুষের কাছে জনপ্রিয় স্থান। মার্বেল পাথরের তৈরি অনেক মন্দিরও রয়েছে এখানে। সনাতন ধর্মাবলম্বীরা এখানে প্রতিনিয়ত উপাসনা করেন। এছাড়া সমুদ্রসৈকতের পাশে বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায়, যা বেশ সুস্বাদু।

কারওয়ার

ম্যাংগালুরুর মতো কারওয়ারও একটি সমুদ্রসৈকত। দর্শনার্থীরা একে মাজালি সমুদ্রসৈকত নামে চেনেন। এতে কুরুমগাদ দ্বীপ ও সাদাশিবগাদ দুর্গে ভ্রমণ করারও ব্যবস্থা রয়েছে।

গোকর্ণ

প্রকৃতি-প্রেমী মানুষের কাছে গোকর্ণ বেশ পরিচিত। মনোহরী প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীরা বরাবরই মুগ্ধ হন। মহাবালেশ্বর মন্দিরসহ আরও অনেক মন্দির এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এই গোকর্ণতে। এই সমুদ্রসৈকত নৌকা ভ্রমণ ও প্যারাইসেইলিং প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com