আবারও কর্মী ছাঁটাই শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন কোম্পানি ওয়াল্ট ডিজনি। গত বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার ছাঁটাই আবারও শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে আবারও কয়েক হাজার কর্মী চাকরিচ্যুত হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে প্রতিষ্ঠাটির প্রধান নির্বাহী বব ইগার জানিয়েছেন, বৈশ্বিক আর্থিক সংকটের মুখে সাত হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে ডিজনি কর্তৃপক্ষ।
জানা যায়, বাৎসরিক ৫০০ কোটির বেশি খরচ বাঁচাতে ও ডিজনি প্লাস স্ট্রিমিংকে লাভজনক করে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় লোক ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি।
গত বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিক রিপোর্টে কোম্পানিটির বড়সড় লোকসানের ছবি ধরা পড়ে। তখনই কোম্পানির সিইও হিসাবে পুনরায় যোগদান করে বব ইগার ডিজনির আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধার করতে সচেষ্ট হন।
তারপরই কোম্পানির খরচ বাঁচাতে কর্মী ছাঁটাইয়ের রাস্তা নেওয়া হয়েছে বলে জানায় ডিজনি কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারি মাসে সাত হাজার কর্মী ছাঁটাই করে। তখনই এপ্রিল মাসে ফের কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হবে বলে সংস্থাটি জানায়।