1. [email protected] : চলো যাই : cholojaai.net
কম খরচে মেঘালয় ভ্রমণের সুযোগ দিচ্ছে ‘মেঘ’
সোমবার, ১২ মে ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাতারের কাছ থেকে বিলাসবহুল উড়োজাহাজ নিতে যাচ্ছেন ট্রাম্প: মার্কিন গণমাধ্যম হঠাৎ থমকে গেল ‘লন্ডন আই’, নাগরদোলায় আটকে পড়েন পর্যটকেরা! ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে চীনের তরুণদের মাঝে সাড়া ফেলেছে দায়িত্ববিহীন ‘বন্ধুত্বের বিয়ে’ চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হতে যা করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ট্রাম্প অভিবাসীদেরকে অপরাধী বানিয়ে ফেলছেন সিঙ্গাপুর: এক বিস্ময়কর নগরী ও তার সফলতার চারটি গোপন রহস্য যুক্তরাষ্ট্রে কার্ড ব্যবহারে দেখাতে হবে পরিচয়পত্র ক্লাবে নাচতে নাচতে ঢলে পড়েন প্রবাসী বাংলাদেশি, কিছুক্ষণ পরে মৃত্যু
Uncategorized

কম খরচে মেঘালয় ভ্রমণের সুযোগ দিচ্ছে ‘মেঘ’

  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

কম খরচে বাংলাদেশী পর্যটকদের ভারতের মেঘালয়ে ভ্রমণের সুযোগ দিচ্ছে ট্রাভেল এজেন্সি ‘মেঘ’। যেকোনো বয়সের মানুষ এ সুযোগটি গ্রহণ করতে পারবেন। ছয় রাত ও পাঁচ দিনের এ ট্যুর প্যাকেজে মেঘালয়ের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করা যাবে।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, এ তিন মাস অবধি চলবে ট্যুর প্যাকেজটির কাজ। বর্ষার সময়ে মেঘালয়ের নির্মল প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের কাছে তুলে ধরাই ট্র্যাভেল এজেন্সির উদ্দেশ্য। নতুন এ ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘ভ্যাক্স-ট্রিপ’ (Vax Trip)। এই ট্যুরে মাথাপিছু খরচ হবে প্রায় ২০ হাজার টাকা। যার মধ্যে বিমানের ভাড়াও রয়েছে।

কীভাবে যাবেন?

ট্যুরের প্রথম দিন যাত্রীরা তাদের নির্দিষ্ট স্থান থেকে প্রথমে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে অবস্থানরত ‘মেঘ’ এজেন্সি ম্যানেজার তাদের চেরাপুঞ্জির দিকে নিয়ে যাবেন। চেরাপুঞ্জি যেতে যেতে মনোরম নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন যাত্রীরা।

নোহকালিকা জলপ্রপাত

কী দেখবেন?

ট্যুরের দ্বিতীয় দিন মেঘালয়ের একাধিক জলপ্রপাতের ভুবনমোহিনী দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে। নোহকালিকা জলপ্রপাতের রহস্যময় গুহা, সেভেন সিস্টার জলপ্রপাত এবং ডাইনথেলেন জলপ্রপাতের মনোমুগ্ধকর দৃশ্য দেখানো হবে ট্যুরিস্টদের। এরপর আরওয়া লুমশ্যানা গুহায় দর্শনার্থীরা কাটাবের জীবনের সেরা সময়। আরওয়া লুমশ্যানা গুহা থেকে ফিরে আসার পথে স্থানীয় দোকান থেকে মেঘালয়ের খাঁটি মধু ও নানাবিধ মসলা সংগ্রহের সুযোগ রয়েছে।

এছাড়া বাকি দিনগুলোতে মলিং গ্রাম, লিভিং রুট ব্রিজ, মওফালাং বনাঞ্চল ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। এই ট্রিপ শেষ হবে গুয়াহাটিতে ফেরার মধ্য দিয়ে। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের জন্য কামাখ্যা মন্দির দর্শন ও পূজা করার ব্যবস্থাও রয়েছে।

বিশেষ অফার

সত্তরোর্দ্ধ বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য রয়েছে বিশেষ অফার। ‘মেঘ’ এজেন্সির ট্যুর প্ল্যানিংয়ের শর্ত অনুযায়ী তারা পরিবারের একজন সদস্যকে নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন। তবে পরিবারের সদস্যকে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল চেকআপ এবং ফিটনেস পরীক্ষা করাতে হবে।

উল্লেখ্য, কম খরচের এই ট্যুরে শুধুমাত্র করোনা ভ্যাকসিন গ্রহণকারীরাই যেতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com