1. [email protected] : চলো যাই : cholojaai.net
কম খরচে চলে যান সমুদ্রের দ্বী‌প মালদ্বীপ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লস এঞ্জেলেসে ২.৬২ বিলিয়ন ডলারে কনভেনশন সেন্টার সম্প্রসারণ, লক্ষ্য ২০২৮ অলিম্পিক বিশ্বের বিভিন্ন দেশে ভিসা জটিলতায় বাংলাদেশিরা বেদুইন গোষ্ঠী থেকে সৌদি আরব যেভাবে রাষ্ট্রে পরিণত হয়েছে এ বছর ভিসামুক্ত দেশের তালিকা বড় করেছে যেসব দেশ ২১ বছরে বয়সে ১৯৬ দেশ ভ্রমণ! মার্কিন কন্যার বিশ্ব রেকর্ড বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়া ৩৯ দেশে ভ্রমণের সুযোগ ইমিগ্রেশনের সময় এই ৭ কথা ভুলেও বলবেন না, ভেস্তে যেতে পারে ভ্রমণ ভিসা নিয়মে আরও পরিবর্তন আনল অ্যামেরিকা, বিপাকে পড়বেন কারা মার্কিন এইচ-১বি ভিসার ফি বাড়ায় বাড়ছে আমিরাতের ভিসার চাহিদা দুবাইয়ে চালু হচ্ছে বিশ্বের প্রথম ব্যক্তিগত রোবোকার

কম খরচে চলে যান সমুদ্রের দ্বী‌প মালদ্বীপ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
মালদ্বীপ এখন অনেকেরই ড্রিম ডেস্টিনেশন, আর আপনি যদি একটু পরিকল্পনা করে যান, তাহলে ভারতে যাওয়ার চেয়েও কম খরচে মালদ্বীপ ঘুরে আসা সম্ভব। নিচে একটা বাজেট মালদ্বীপ ট্রাভেল গাইড
কম খরচে মালদ্বীপ ভ্রমণ গাইড (৪–৫ দিন)
১. ভিসা ও পাসপোর্ট
ভিসা: মালদ্বীপে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা (৩০ দিন) একেবারে ফ্রি।
শর্ত: রিটার্ন টিকিট, হোটেল বুকিং ও কিছু নগদ অর্থ বা কার্ড থাকতে হবে।
২. বিমান ভাড়া (ঢাকা–মালে)
Low-cost Airlines: AirAsia, SriLankan Airlines
রিটার্ন টিকিট: ২৫,০০০ – ৩৫,০০০ টাকা (ডিপেন্ড করে সিজন ও অফারে)
টিপস: আগেভাগে বুকিং করলে অনেক সাশ্রয়ী হয়।
৩. থাকার ব্যবস্থা (Budget Hotels / Local Islands)
মালে বা হুলহুমালে নয়, Maafushi, Thulusdhoo, Gulhi এই লোকাল আইল্যান্ডগুলোতে থাকুন।
গেস্ট হাউস বা বাজেট রিসোর্ট: ৩,০০০ – ৫,০০০ টাকা/রাত
অনেক গেস্ট হাউস ফ্রি ব্রেকফাস্ট দেয়।
৪. খাবার খরচ
লোকাল রেস্টুরেন্টে খাবার: ৪০০ – ৭০০ টাকা/বেলা
বেশিরভাগ গেস্ট হাউসেই ভালো মানের খাবার কম দামে মেলে।
৫. ঘোরাঘুরি ও অ্যাক্টিভিটিজ
স্নরকেলিং, ডলফিন ট্যুর, স্যান্ড ব্যাংক ভিজিট: প্যাকেজে করলে ৩,০০০ – ৬,০০০ টাকা
বিচ হাঁটাহাঁটি, সানসেট: ফ্
৬. মোট আনুমানিক খরচ (১ জন, ৪-৫ দিন)
হানিমুন না হলে ৩–৪ বন্ধু একসাথে গেলে খরচ আরও কমে যাবে।
লোকাল আইল্যান্ডে থাকার মানে মালদ্বীপের রিয়েল কালচারও উপভোগ করতে পারবেন।
অফ-সিজনে (মে–অক্টোবর) গেলে খরচ অনেক কম।
ইচ্ছা হলে আমি আপনার জন্য কাস্টমাইজড প্ল্যান, হোটেল সাজেশন বা বুকিং সাইট রেফারেন্সও দিতে পারি। শুধু বলুন কবে যেতে চাইছেন আর কয়জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com