সৌদি আরবের বাইরে থেকে আগত সব ওমরাহযাত্রীর জন্য সর্বোচ্চ ১ লাখ রিয়াল পরিমাণ ওমরাহ বিমা বাধ্যতামূলক করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২৪ জুলাই) মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
বলা হয়, ওমরাহর উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব যাত্রী সৌদি আসবেন, তাদের অবশ্যই ওমরাহ বিমা বাবদ অতিরিক্ত কিছু অর্থ জমা দিতে হবে। এই অর্থের সর্বোচ্চ পরিমাণ ১ লাখ রিয়াল। জরুরি স্বাস্থ্য পরিষেবা, অপ্রত্যাশিত করোনা সংক্রমণ, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকিট ক্রয় প্রভৃতি ক্ষেত্রে এই বিমার সুবিধা ওমরাহযাত্রীরা পাবেন।
এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমগুলোতে সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
যোগাযোগের নম্বর : সৌদি অবস্থানের সময় ৮০০৪৪০০০০৮ এবং যেকোনো দেশ থেকে ০০৯৬৬১৩৮১২৯৭০০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এর বাইরেও https://www.riaya-ksa.com ওয়েবসাইট থেকেও সব তথ্য পাওয়া যাবে।