উড়োজাহাজ বা বিমানের বিভিন্ন বিষয় নিয়ে যারা পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য ঢাকার উত্তরায় রয়েছে এ্যারোনটিক্যাল ইন্সটিটিউট অফ বাংলাদেশ। উড়োজাহাজের ভবিষ্যৎ পেশাজীবিদের গড়ে তুলতে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে এই ইন্সটিটিউটটি। ২০০৪ সালে এই ইন্সটিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের অন্তর্ভূক্ত হয়।
ঠিকানা
বাড়ী- ২১, সড়ক- ০১, সেক্টর- ১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা।
ফোন নম্বর: ৮৯১৫৩৭৩
মোবাইল নম্বর: ০১৮২৭৫৫৭৭৭৮
ই-মেইল: [email protected]
ওয়েব সাইট: www.aib-bd.org
পরিচালিত কোর্সগুলো
- এখানে দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদি এবং বিশেষ কোর্স রয়েছে।
- দীর্ঘমেয়াদী কোর্স ৪ বছরের এবং স্বল্প মেয়াদি কোর্স ৩ মাস বা ৬ মাস মেয়াদি হয়ে থাকে।
কোর্স ও ফি
দীর্ঘমেয়াদি
- এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার (এএমই) কোর্সের মেয়াদ ৪ বছর। পুরো মেয়াদকে ৮ টি সেমিষ্টারে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেমিষ্টার ৬ মাস মেয়াদি। প্রত্যেক সেমিষ্টার ফি ৩০,০০০ টাকা এবং সে অনুসারে মাসিক টিউশন ফি ৫,৫০০ টাকা।
- ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও টেলিকমিউনিকেশন কোর্সের মেয়াদ ৪ বছর। পুরো মেয়াদকে ৮ টি সেমিষ্টারে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেমিষ্টার ৬ মাস মেয়াদি। প্রত্যেক সেমিষ্টার ফি ৫,০০০ টাকা।
অন্যান্য
- স্বল্প মেয়াদি কোর্সের ফি প্রতি সপ্তাহে জনপ্রতি ১৫,০০০ টাকা।
- বিশেষ কোর্সের ফি আলোচনার ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে।
বিশেষ কোর্স
- এ্যাভিয়েশন ম্যানেজমেন্ট
- কেবিন ক্রু এন্ড এয়ার হোস্টেস
- ট্রাভেল এন্ড ট্যুরিজম
ভর্তি হতে যা প্রয়োজন
- এস এস সি এবং এইচ এস সি তে বিজ্ঞান বিভাগে পাস করতে হবে। এছাড়া দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ থাকতে হবে ৩.৫
- এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় পাশের সনদপত্র বা নম্বরপত্রের ফটোকপি
- ৪ কপি পাসপোর্ট এবং ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি।
- অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ১ টা ফটোকপি
- উপজেলা পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র
- আবেদন পত্রের মূল্য ৫০০ টাকা
- ভর্তি ফি বাবদ এককালীন ৩০,০০০ টাকা প্রদান করতে হয়।