এলেঙ্গা রিসোর্ট ব্যক্তি মালিকানায় ২০০৮ সালে যাত্রা শুরু করে। টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা এলাকায় এই রিসোর্ট প্রতিষ্ঠিত। এই রিসোর্টের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী।
প্রধান কার্যালয়ের ঠিকানা
বাড়ী # ৪, রোড # ১২, ব্লক # জে, বারিধারা, ঢাকা-১২১২।
ফোন- ০২- ৯৮৮৪৩২২, ৯৮৮৪৩১১
ফ্যাক্স- ৮৮-০২-৯৮৮১২৯০
ই-মেইল- [email protected]
ওয়েব: www.elengaresort.com
রিসোর্ট অফিস
এলেঙ্গা রিসোর্ট লিমিটেড, কালিহাটি, টাঙ্গাইল।
অভ্যন্তরীণ সুবিধা ও খরচ
- এখানে মোট ৪০ টি রুম আছে।
- ৩২ টি রুমে এসি এবং ৮ টি রুম নন এসি।
- রিসোর্টের ভিতরে দুইটি সুইমিংপুল, ১ টি জিম হেলথ ক্লাব, ১ টি ম্যাসেজ পার্লার, ১ টি রেস্টুরেন্ট, ১ টি বেকারী, ১ টি বার ও ২ টি ডিসকো ব্যবস্থা আছে।
- আউটডোরে ফুটবল, ক্রিকেট, ক্যারাম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙ্গা খেলার সুবিধা রয়েছে।
রুমগুলোর সুবিধা এবং খরচ
- যেকোন সময়ে রুম বুকিং করা যায়। এর জন্য ভাড়ার ৪০% টাকা অগ্রীম জমা দিতে হয়। বুকিং এর ক্ষেত্রে দেশী ও বিদেশী উভয়ের বেলায় একই নিয়ম অনুসরণ করা হয়। বুকিং এর সময় বিদেশীদের জন্য পাসপোর্টের ফটোকপি জমা দিতে হয়।
- রুমগুলো এসি, টিভি, ইন্টারকম টেলিকম সুবিধা, ফ্রিজ, লার্জ বাথ এন্ড ট্যব, হট ও কুল পানি, প্রত্যেক বাথরুমে ফুট কটেজ দেওয়া হয়।
রুম
|
ভাড়ার পরিমান
|
এসি সহ ৪ বেডের কটেজ |
১২,০০০ টাকা।
|
এসি সহ ৩ বেডের কটেজ |
১১,০০০ টাকা।
|
এসি সহ ২ বেডের কটেজ |
৯,০০০ টাকা।
|
এসি সহ ডিলাক্স রুম ( দুই জন) |
৩,৬০০ টাকা।
|
এসি সহ ডিলাক্স রুম ( তিন জন) |
৪,২০০ টাকা।
|
এসি সহ ডিলাক্স রুম ( একজন) |
৩,০০০ টাকা।
|
বুকিং পদ্ধতি
- রুম বুকিং এবং অগ্রীম রিজার্ভেশনে স্বদেশী ও বিদেশীদের ক্ষেত্রে একই নিয়ম।
- হেড অফিস থেকে রিসোর্টের রুম বুকিং দিতে হয়।
- শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বেশী ভিড় থাকে।
- এসময় বুকিং ও অগ্রীম রিজার্ভেশন দিতে হয় ১৫ দিন আগে।
কর্পোরেট ব্যবস্থা খরচ
- পিকনিক, ডিজে পার্টি, গেট টুগেদার, অফিসিয়াল অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে।
- সর্বনিম্ন ৫০ জন থেকে সর্বোচ্চ ১৫০ জনের যেকোন ধরণের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে।
- আয়োজকরা ইচ্ছে করলে নিজেরা বা রিসোর্ট কর্তৃপক্ষকে বললে তারাও ডিজে পার্টির সকল আয়োজন করে থাকে।
- এখানে লোকসঙ্গীক, ফোক ও জারি গান শোনার ব্যবস্থাও করা হয়ে থাকে।
- আলাদা রান্না করার ব্যবস্থা রয়েছে।
হলরুম
- এখানে ১ টি হলরুম রয়েছে। এই হলরুমে ১২০ জন ধরে। একদিনের ভাড়া হচ্ছে ৩০,০০০ টাকা।
- এখানে ১ টি কনফারেন্স রুম রয়েছে। এই কনফারেন্স রুমের ধারণ ক্ষমতা ৫০ জন। একদিনের ভাড়া ২০,০০০ টাকা।
- বুকিং এর জন্য ৮০% অগ্রীম প্রদান করতে হয়। শুধুমাত্র শীতকালে খালি থাকা সাপেক্ষে বুকিং নেওয়া হয়।
- এখানে মিটিং রুম রয়েছে ভাড়া ৬,৫০০ টাকা।
বিল পরিশোধ
- ক্যাশ, ক্রেডিট কার্ড, এবং চেকের মাধ্যমে সকল বিল পরিশোধ করা যায়।
- ক্যাশের ক্ষেত্রে ডলার, ইউরো, পাউন্ড, রিয়াল ও টাকা এবং কার্ডের ক্ষেত্রে ভিসা কার্ড, মাষ্টার কার্ড এবং দেশের সকল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়।
বিবিধ
- এই রিসোর্টের নিজস্ব ১০ টি গাড়ি রয়েছে।
- এয়ারপোর্ট থেকে নিজস্ব গাড়িতে অতিথি আনা ও নেওয়ার ব্যবস্থা রয়েছে।
- বিদ্যুৎ ব্যবস্থা: সরকারী ও নিজস্ব জেনারেটর ব্যবস্থা আছে।
- ফ্লোর ভিত্তিক ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে।
- অগ্নি নির্বাপনের যথেষ্ট সরঞ্জাম রয়েছে।
- সাইট সিইং এর ব্যবস্থা আছে।