ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ২ হাজার কোটি ডলারের চুক্তি করেছে ব্রিটিশ উড়োজাহাজ পরিষেবা সংস্থা ইজিজেট। নতুন ১৫৭টি উড়োজাহাজ ক্রয় ও আগের অর্ডারে পরিবর্তন আনতে এ চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে ইজিজেট। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
চুক্তি অনুসারে, উড়োজাহাজগুলো ২০২৯-৩৪ সালের মধ্যে সরবরাহ করা হবে। কভিড-১৯ মহামারীর সময় ফ্লাইট বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখোমুখি হয় উড়োজাহাজ পরিষেবা খাত। তবে বিধিনিষেধ উঠে যাওয়ার পর থেকে খাতটির পুনরুদ্ধার শুরু হয়েছে। বাড়ছে আকাশপথের যাত্রী সংখ্যা। বাড়তি যাত্রীর চাপ মোকাবেলায় অতিরিক্ত উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনসটি।
ইজিজেট জানিয়েছে, এয়ারবাসের সঙ্গে শর্তসাপেক্ষে একটি চুক্তিতে প্রবেশ করেছে তারা। যেখানে নতুন ১৫৭টি উড়োজাহাজের মধ্যে ৫৬টি এ৩২০নিও এবং ১০১টি এ১২১নিও মডেলের। এছাড়া আগের ৩৫টি এ৩২০নিও মডেলের ক্রয়াদেশকে এ৩২১নিও মডেলে পরিবর্তনের বিষয়েও সম্মত হয়েছে কোম্পানি দুটি।
ইজিজেট প্রধানত ইউরোপে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। ব্রিটিশ উড়োজাহাজ পরিষেবা কোম্পানিটি জানিয়েছে, ‘একত্রে চুক্তিটির পরিমাণ প্রায় ১ হাজার ৯৯০ কোটি ডলার। আমরা জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ ও প্রতি আসনের বিপরীতে ব্যয় কমাতে চাই। সম্প্রসারণ করতে চাই ব্যবসা।’