সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

এবার বান্ধবীর দুর্নীতিতে ফাঁসলেন সালমান এফ রহমান

  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কথিত বান্ধবীর দুর্নীতিতে দুদকের (দুর্নীতি দমন কমিশন) জালে ফাঁসলেন শিল্পপতি সালমান এফ রহমান। বান্ধবী জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ এবং ১৯০ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে ১৯ জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিান।

জুলাই গণহত্যার অন্যতম নির্দেশদাতা হিসেবে গেল কয়েক মাস ধরে আদালতের বারান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছে দুদক। 
 
কথিত বান্ধবী হিসেবে পরিচিত ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠান ঋণের অর্থলুটে সহযোগিতা করার অভিযোগ উঠেছে।
 
দুদকের মহাপরিচালক জানান, ১৯০ কোটি টাকার মানিলন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলাদা দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ও ভাতিজাসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।
 
আক্তার হোসেন আরও জানান, এদিন প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
 
দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে। 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com