1. [email protected] : চলো যাই : cholojaai.net
‘এগুলো রেখে লাভ কি’ বলে একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেললেন বাদশা
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
Uncategorized

‘এগুলো রেখে লাভ কি’ বলে একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেললেন বাদশা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

নীলফামারীর ডিমলায় চাকরি না পেয়ে সব একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছেন বাদশা মিয়া (৩১) নামের এক যুবক। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেলেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, বাদশা মিয়া উপজেলার দক্ষিণ সুন্দর খাতা গ্রামের মহুবার রহমানের ছেলে। ছয় ভাই–বোনের মধ্যে তিনি সবার বড়। ২০১৪ সালে তিনি নীলফামারী সরকারি কলেজ থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করেন। তবে অর্থের অভাবে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারেননি। বাদশা ২০০৭ সালে জিপিএ ৩.৯২ পেয়ে বিজ্ঞান বিভাগে দাখিল, ২০০৯ সালে জিপিএ ৪.০৮ পেয়ে বিজ্ঞান বিভাগে আলিম এবং ২০১৪ সালে পদার্থ বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.০০ এর মধ্যে ২.৬৬ জিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বাদশা ভিডিওতে বলেন, ‘আসলে আমার ভাগ্যটাই খারাপ। অনেক চেষ্টা করেও একটা সরকারি বা বেসরকারি চাকরি জোটাতে পারিনি। সার্টিফিকেট অনুযায়ী চাকরির বয়স শেষ। এখন এগুলো রেখে লাভ কি? বয়স থাকতেই তো চাকরি জোটাতে পারিনি।’

বাদশা আরও বলেন, ‘বাড়িতে বৃদ্ধ মা-বাবা ও ছোট ভাইবোনদের মুখের দিকে তাকাতে পারি না। বর্তমান সমাজে সবচেয়ে অসহায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলেরা। এরা না পারে চাকরি জোটাতে, আবার অর্থের অভাবে ব্যবসা করতে।’

বাদশার বাবা মহুবার রহমান জানান, চাকরির বয়স শেষ হওয়ায় বেশ কিছুদিন থেকে হতাশায় ভুগছিল বাদশা। সেই হতাশা থেকে সার্টিফিকেটগুলো কাউকে না জানিয়ে ছিঁড়ে ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com