শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

এখানে বিয়ে, এখানেই হানিমুন

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

সাদা বালির সৈকত, রাত্রিকালীন জীবন এবং ঐতিহাসিক ইমারতের জন্য পরিচিত থাইল্যান্ড, ভারত সহ গোটা বিশ্বের পর্যটককে আকর্ষণ করে। হানিমুনের কথা চিন্তা করলেই অনেকেরই প্রথমে মনে আসে থাইল্যান্ডের নাম। শুধু তাই নয়, ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্যও থাইল্যান্ড দারুণ জনপ্রিয়। সেদেশের সমুদ্র সৈকতে গাঁটছড়া বাঁধতে পছন্দ করেন বহু মানুষ। বিশ্বের এমন কিছু দেশ যেখানে বিয়ে করলে নব দম্পতিকে টাকা দেওয়া হয়। যেমন ইটালি। আর ইটালির মতো এই এধরনের অফার দিতে চলেছে থাইল্যান্ড। সাম্প্রতিক খবর, দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে বিয়ে করলে নাকি টাকা দেওয়া হচ্ছে। এর প্রধান লক্ষ্য দেশে পর্যটক সংখ্যা বৃদ্ধি করা। আর সেক্ষেত্রে ভারত এখন প্রধান লক্ষ্য থাইল্যান্ডের। আমাদের দেশে পর্যটন প্রচারের জন্য ভারতীয়দের ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য আমন্ত্রণ জানাচ্ছে থাইল্যান্ড। (All Photo credit: pexels.com)

​থাইল্যান্ডের অর্থনীতি পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল

অর্থনৈতিকভাবে থাইল্যান্ড পর্যটন শিল্পের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে থাইল্যান্ডে বিদেশি পর্যটক গিয়েছিলেন প্রায় ৪,২৮,০০০। এর মধ্যে ভারতীয়দের সংখ্যা ছিল প্রায় ৪ কোটি (৪০ মিলিয়ন)। সেই সময়ে, পর্যটন ব্যবসা থেকে থাইল্যান্ডের জিডিপি ছিল ১২ শতাংশের মতো। পরবর্তী দুই বছরে মহামারী বিধিনিষেধের কারণে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। সেই ঘাটতি পূরণ করতে এখন উঠে পড়ে লেগেছে থাইল্যান্ড সরকার। লক ডাউন প্রত্যাহারের পর ২০২২ সালের দ্বিতীয়ার্ধে পর্যটন শিল্প থেকে কমপক্ষে ৮৭,৪৬৬ কোটি টাকা বা ১১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আশা করছে থাইল্যান্ড সরকার।

​থাইল্যান্ডে ভারতীয় বিবাহ

সম্প্রতি নিজেদের দেশকে ভারতীয় ডেস্টিনেশন ওয়েডিং-এর চাহিদার আদলে সাজাচ্ছে থাইল্যান্ড। ভারতীয় বিবাহ এবং মধুচন্দ্রিমাকে লক্ষ্য করে বছরে ৬০০ থেকে ৭০০ বিলিয়ন বাহট বা ১৬ থেকে ১৯ বিলিয়ন ডলার পর্যটন রাজস্ব বৃদ্ধির আশা করছে এই দেশ। ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য থাইল্যান্ড কিন্তু একেবারে আদর্শ স্থান। এখানে আয়োজিত ডেস্টিনেশন ওয়েডিং-এর ৬০ শতাংশই ভারতীয় বিবাহ। যদিও এগুলির মধ্যে কিছু বিয়ে প্রবাসী বা ভারতীয় বংশোদ্ভূতদের ছিল।

​২০২২ সালে ৪০০টি ভারতীয় বিবাহের আয়োজন করবে বলে আশা করছে থাইল্যান্ড

চলতি বছরের মধ্যে কম করে চারশো ভারতীয় বিয়ের আয়োজনের আশা করছে থাইল্যান্ড। সেই কারণে মুম্বই এবং নয়া দিল্লির ওয়েডিং প্ল্যানারদের সঙ্গে থাইল্যান্ডের পর্যটন প্রতিনিধিরা কথা বলছেন। তাঁদের সহযোগিতাতেই থাইল্যান্ডে ভারতীয় বিবাহের সংখ্যা বাড়বে বলে আশা করছে সেই দেশ। চলতি বছরে সমুদ্র সৈকতের ধারে ৪০০টি ভারতীয় বিবাহ আসর জমাতে পারলে কম করে ৫০০,০০০ ভারতীয় পর্যটক থাইল্যান্ডে যাবে বলে আশা। ভারতীয় ওয়েডিং প্ল্যানারদের মতে, থাইল্যান্ড দেশটির সাজানো গোছানো স্থান, খাবার, ফুল ইত্যাদি ভারতীয় বিয়ের আয়োজনের জন্য উপযুক্ত। তাছাড়া ভারতীয়দের কাছে থাইল্যান্ড বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং-এর প্ল্যান থাকলে আপনিও কিন্তু থাইল্যান্ডের কথা ভাবতে পারেন।

​থাইল্যান্ডে দেখার জায়গা

ব্যাংকক, চিয়াং মাই, আয়ুথায়া, কোহ সামুই, ফুকেট, কার্বি, কাঞ্চনাবুরি, সুখোথাই, চিয়াং রাই, কাও স্যাম রোই ইয়োট ন্যাশনাল পার্ক, হুয়া হিন, পাতায়া, খাও ইয়াই ন্যাশনাল পার্ক, পাই, মাই হল সারিয়াং থাইল্যান্ডের দর্শণীয় কিছু জায়গা।

​থাইল্যান্ড ভ্রমণের সেরা সময়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com