ভারতের দীর্ঘতম ট্রেন রুটটি অনেকেরই জানা। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ৪২৭৩ কিলোমিটার পথ অতিক্রম করে বিবেক এক্সপ্রেস। ৯টি রাজ্য অতিক্রম করে ৮০ ঘণ্টা ১৫ মিনিটে নিজ গন্তব্যে পৌঁছায় ট্রেনটি। কিন্তু বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট কোনটি সেটা কী জানা আছে? বিশ্বের দীর্ঘতম ট্রেন রুটটি মোট ১৮৭৫৫ কিলোমিটার দীর্ঘ এবং এই যাত্রা সম্পন্ন করতে সময় লাগে প্রায় ২১ দিন। তবে আবহাওয়া বা অন্যান্য কারণে যাত্রার সময় আরও বাড়তে পারে।
এই দীর্ঘ যাত্রার সূচনা হয় পর্তুগালের আলগারভ অঞ্চলের লাগোস শহর থেকে এবং শেষ হয় গিয়ে সিঙ্গাপুরে। ট্রেনটি নিজের যাত্রাপথে মোট ১৩টি দেশ অতিক্রম করে এবং পুরো পথে দাঁড়ায় মাত্র ১১টি স্টেশনে। স্পেন, ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য দেশের মধ্যে দিয়ে পাড়ি দেয় এই ট্রেন। এছাড়া প্যারিস, মস্কো, বেজিং এবং ব্যাঙ্ককের মতো বিখ্যাত শহরগুলির মধ্য দিয়ে ট্রেনটি যাত্রা করে।
২১ দিনের এই অবিশ্বাস্য যাত্রা করতে হলে পকেট খসাতে হবে ভাল মতই। এই ট্রেনটির টিকিটের দাম প্রায় ১,৩৫০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লক্ষ টাকা। টিকিটের সঙ্গে খাওয়াদাওয়া সহ সমস্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। পর্তুগাল থেকে সিঙ্গাপুর পর্যন্ত এই ব্যতিক্রমী ট্রেন যাত্রা সম্ভব হয়েছে শুধুমাত্র দেশগুলির রেলমন্ত্রক এবং সংস্থাগুলির যৌথ প্রচেষ্টায়। বিশ্ববাসীর কাছে রেল পরিবহণের একটি যুগান্তকারী উদাহরণ এটি।