বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

এআই সার্চ ইঞ্জিন আনছে মেটা

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪

গুগল ও মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করছে মেটা। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘মেটা এআই’ চ্যাটবট ব্যবহারকারীরা এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে সর্বশেষ বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন।

বর্তমানে মেটা সর্বশেষ সংবাদ, শেয়ারবাজার ও খেলাধুলার তথ্য গুগল ও বিং সার্চ ইঞ্জিনের সহায়তায় ‘মেটা এআই’ চ্যাটবট ব্যবহারকারীদের জানিয়ে থাকে। নতুন এআই সার্চ ইঞ্জিন চালু হলে গুগল ও বিং সার্চ ইঞ্জিনের সহায়তা ছাড়াই নিজেরাই জানাতে পারবে প্রতিষ্ঠানটি। এর ফলে গুগল ও মাইক্রোসফটের ওপর মেটার নির্ভরশীলতা কমবে।

বর্তমানে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই, গুগল ও মাইক্রোসফট এআই খাতে আধিপত্য বিস্তারের জন্য কাজ করছে। এরই মধ্যে গুগল সার্চ ইঞ্জিনে নিজেদের এআই মডেল ‘জেমিনি’ যুক্ত করতে কাজ করছে গুগল। অন্যদিকে ওপেনএআই নিজেদের বৃহত্তম বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি বিং সার্চ ইঞ্জিনে এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা দিচ্ছে। এর ফলে বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারছেন। মেটাও সম্প্রতি ব্যবহারকারীদের সঠিক তথ্য ও সংবাদ জানাতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে চুক্তি করেছে। এ চুক্তির ফলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে রয়টার্সের বিভিন্ন সংবাদ ও কনট্যান্ট (আধেয়) দেখাবে মেটার চ্যাটবট।

মেটার নতুন এআই সার্চ ইঞ্জিন তৈরির সংবাদে প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনার তৈরি হয়েছে। তবে একই সঙ্গে মেটার এআই সার্চ ইঞ্জিনে ব্যবহৃত এআই মডেলকে কোন ধরনের তথ্যের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সে বিষয়ে নানা প্রশ্নও উঠছে। তবে নিজেদের সার্চ ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত এআই মডেল ও ডেটা সংগ্রহের পদ্ধতির বিষয়ে কোনো তথ্য জানায়নি মেটা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com