এক পলক দেখলে মনে হবে প্রকৃতি দুহাত ভরে সাজিয়েছে বাগানগুলো। টিউলিপের অপরুপ এ দৃশ্য সেখানে ঘুরতে যাওয়া লাখো পর্যটকে মুগ্ধ করে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা কিংবা মেলবোর্নের বাগানগুলো যেন টিউলিপের স্বর্গরাজ্য।
সূর্যের আলোয় টিউলিপের ফুটন্ত সৌন্দর্য যেন মন ভরে উপভোগ করতেই হবে—তাইতো পরিবার প্রিয়জন নিয়ে অনেকে ছুটে আসেন টিউলিপের স্বর্গরাজ্যে। সব দেশের পর্যটকরা যেন বাধা পড়েন এক সুতোয়।
ক্যানবেরায় প্রতিবছর প্রায় পচাত্তর হাজার ফুলে সাজানো হয় টিউলিপ উৎসব, যেখানে প্রায় চার লাখেরও বেশি মানুষের সমাগম হয়। ভিক্টোরিয়া, ওয়েষ্টার্ন অস্ট্রেলিয়াসহ আরো অনেক রাজ্যে দেখা মেলে টিউলিপের চিরচেনা সৌন্দর্য। লাখে মানুষ উপভোগ করেন নৈসর্গিক এ দৃশ্য।
এ বছর মেলবোর্নে টেসেলার টিউলিপ উৎসবে ৯ লাখ টিউলিপসহ এক মিলিয়নেরও বেশি বসন্তের ফুলের বাল্ব দেখতে আসবেন প্রকৃতি প্রেমীরা। উৎসবটি ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।
অন্যদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রতি বসন্তে, দক্ষিণ হাইল্যান্ডে টিউলিপ টাইম ফেস্টিভ্যালের জন্য ফুটে হাজারো বাল্ব। অস্ট্রেলিয়ার প্রাচীনতম ফুল উত্সবগুলোর মধ্যে এটি একটি। উৎসবটি চলছে ১৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। ৬০ বছরেরও বেশি সময় ধরে চলছে এ টিউলিপ টাইম। বোরালের সুন্দর করবেট বাগানকে যেন রূপান্তরিত করেছে রঙের সমুদ্রে। সেই সঙ্গে আছে লাইভ বিনোদন, সুস্বাদু খাবার এবং আরও অনেক কিছু।
অনিন্দ্য এসব ফুল যেন যোগান দেয় মনের খোরাক; অস্ট্রেলিয়ার প্রকৃতি যখন বসন্তের ঘরে, টিউলিপ ছাড়াও আরো ভিন্ন ভিন্ন ফুলের দেখা মেলে। দৃষ্টিনন্দন হয়ে ফুটিয়ে তুলে উৎসবের আমেজ। আগস্ট থেকে শুরু হয় টিউলিপের মৌসুম; অঞ্চলভেদে সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত টিউলিপ তার রুপের পেখম মেলে। যেন নেমে আসে স্বগীয় সৌন্দর্য।