উড়োজাহাজে পারফিউম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন পাইলট ও ফ্লাইট ক্রুরা। প্রস্তাবটি কার্যকর হলে পাইলট ও ফ্লাইট ক্রুদের উড়োজাহাজে ওঠার সময় পারফিউম ব্যবহার করতে দেওয়া হবে না। এছাড়া যারা এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদ মাধ্যম’ র এক খবরে বলা হয়, পারফিউম ছাড়াও যেসব ওষুধ ও মাউথওয়াশে অ্যালকোহল রয়েছে সেগুলো নিষিদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে ডিজিসিএ। মূলত ব্রেথলাইজার পরীক্ষায় পারফিউম প্রভাব ফেলতে পারে সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিজিসিএ সম্প্রতি মেডিকেল পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এটি পাইলট ও ক্রু সদস্যদের জন্য অ্যালকোহল পরীক্ষা করার প্রক্রিয়া পরিবর্তন করতে যাচ্ছে। প্রস্তাবে বলা হয়, ক্রু সদস্য বা পাইলটরা অ্যালকোহলযুক্ত কোনও ওষুধ, সুগন্ধি বা দাঁতের প্রোডাক্ট ব্যবহার করবেন না। টেস্ট পজিটিভ এলে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সেই সঙ্গে কোনো ক্রু সদস্য যদি এই ধরনের ওষুধ খান, তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পারফিউমের ওপর নিষেধাজ্ঞার কারণ
পারফিউমে অল্প পরিমাণে অ্যালকোহল থাকে। এই পরিস্থিতিতে পারফিউমে সামান্য অ্যালকোহল ব্রেথ অ্যানালাইজার পরীক্ষাকে প্রভাবিত করতে পারে বলা বলা হয়। অ্যালকোহল সম্পর্কিত নিয়ম ভারতের উড়োজাহাজ সংস্থাগুলোর পাইলট ও ক্রু সদস্যদের জন্য অত্যন্ত কঠোর। এই পরিস্থিতিতে এয়ারলাইনস ও ডিজিসিএ উভয়ই ক্যামেরার নজরদারিতে এই পরীক্ষা করবে।