মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে হাঙ্গেরি, সুযোগ স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে হাঙ্গেরি। দেশটির পেকস বিশ্ববিদ্যালয়ে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ প্রদান করবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৫।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয়েছে এই স্কলারশিপ। প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজার শিক্ষার্থী এ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয় ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। এছাড়া এ দেশের অধিকাংশ জনবসতি বিখ্যাত দানিউব নদীর কূল ঘেষে গড়ে ওঠেছে। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। এছাড়া হাঙ্গেরির ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে এবং এ ভাষায় কথা বলতে পারে। সুতরাং খুব সহজেই ইংরেজি ভাষার মাধ্যমে যোগাযোগ করা যায়।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*বিনা মূল্যে আবাসন সুবিধা দেবে;

*স্বাস্থ্যবিমা সুবিধা দেবে;

*স্নাতক ও স্নাতকোত্তর চলাকালীন বছরে দেবে ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট;

*পিএইচডির জন্য দেবে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট;

যেসব বিষয়ে অধ্যায়ন করা যাবে—

৩১টি স্নাতক, ২৯টি স্নাতকোত্তর এবং ১৫টি পিএইচডি প্রোগ্রাম অফার করেছে পেকস বিশ্ববিদ্যালয়। এগুলোর মধ্যে রয়েছে: চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, কলা ও প্রকৌশল।

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে;

*ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে ১২ বছরের স্কুল সার্টিফিকেট লাগবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর  ডিগ্রি ডিগ্রি থাকতে হবে;

দরকারি কাগজপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক সব সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

*গবেষণা প্রস্তাব (স্নাতক);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫;

আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com